শাহনাজ পারভীন মিতা :
কে জ্বালায় সন্ধ্যা প্রদীপ
কে দেয় আঁধার ঘরে আলো
কে তোমার মনে বাউল বাতাস
প্রচন্ড দাবদাহে অন্তর পুড়ে কালো ।
কে বলে তোমায় ভালোবাসি
যখন হারায় পৃথিবীর আলো -হাসি,
কে বলে চুপিচুপি কাছে এসো
নদীর মতই সাগরের বুকে মেশো ।
কে উড়ায় স্বপ্ন ঘুড়ি প্রদোষ বেলায়
সময় হারিয়ে সময় ফিরে চায়,
সেই প্রহরে কে আগমনী গান গায়
বাঁশির সুরে মন পাগল প্রায় ।
হয়তো তাকেই খুঁজছো তুমি
সেই মুখ যে আঁকে কবিতার পটভূমি।