নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশের সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা:আনোয়ারুল আশরাফ খান দিলিপের বাড়িতে বোমা বিস্ফোরক মামলায় একাধিকবার কারাভোগের পর দীর্ঘ ১২ বছর পর আজ বৃহস্পতিবার ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি ও পলাশ উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং একাধিকবার কারানির্যাতিত নেতা মোঃ আলম মোল্লা সহ ১৬ জন নেতাকর্মীকে মামলা থেকে খালাস প্রদান করেছেন। নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন তাদের খালাস দেন।
খালাসপ্রাপ্তরা বিএনপির অন্যান্যরা হলেন, পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, পলাশ উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল,পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপণ,বিএনপি নেতা গোলাম মোস্তফা,কাউসার গাজী,সাখাওয়াত হোসেন মোল্লা,শাহরিয়ারুল ইসলাম সাকু,আবুল কালাম দুদু, চরসিন্দুর ইউনিয়ন বিএনপির সভাপতি আরজু ভূইয়া, উজ্জ্বল আকন্দ, , ছাএদল নেতা আসলাম গাজী ও এম.এ বাসেদ. সহ ১৬জন নেতারা খালাস পাওয়ায় বিএনপির নেতা-কর্মীরা বলেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলা থেকেঅবশেষে সত্যের জয় হয়েছে।