এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা প্রশাসন বিভিন্ন এনজিও প্রতিনিধি এ বর্ণাঢ্য র্যালীতে অংশ নেয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পরে আলোচনা সভায় প্রধান অতিথির উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।
হাত ধোয়ার ‘নায়ক হোন’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, যুব উন্নয়ন কর্মকর্তা ইকতিয়ার উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা গৌতম বিশ^াস, বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ উপজেলা সমন্বয়কারি শওকত চৌধুরি সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। পরে হাত ধোয়া এক প্রদশর্নী অনুষ্ঠিত হয়।