ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫: ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (ওয়াশ) অর্থায়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের ব্যাংকিং ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন (ডব্লিউএসএস) ওয়ার্কশপের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজি।
গত ৯ ও ১০ অক্টোবর ২০২৫ কক্সবাজারে এই কর্মশালার আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন ব্র্যাক ব্যাংক ও ওয়াটার ডট ওআরজি-এর কর্মকর্তারা। কর্মশালায় তাঁরা ওয়াশফাইন্যান্সিং উদ্যোগের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি দেশে নিরাপদ পানি ও স্যানিটেশনের সহজলভ্যতা বৃদ্ধির উদ্ভাবনী কৌশল নিয়েও আলোচনা করেন।
২০২৪ সালের জুন মাসে ওয়াটার ডট ওআরজির সহযোগিতায় বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পানি ও স্যানিটেশন খাতে অর্থায়ন চালু করেব্র্যাক ব্যাংক। এরপর থেকে ব্যাংকটি ক্ষুদ্র উদ্যোক্তা, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে আনুষ্ঠানিক অর্থায়ন সুবিধা চালু করেছে,যা প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে।
প্যানেল ডিসকাশনে টেকসই উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করেনব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান;অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন;অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম. মাসুদ রানা,এফসিএ;এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন। ওয়াটার ডট ওআরজির পক্ষে অংশ নেনপ্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়ার নির্বাহী পরিচালক সাজিদ অমিত।
কর্মশালায় প্রশিক্ষণ সেশন, এসএমই লিডারদেরদিকনির্দেশনামূলক আলোচনা এবং অংশগ্রহণকারীদের নিয়েএকটি অংশগ্রহণমূলককুইজেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডব্লিউএসএস অর্থায়নে বিশেষ অবদান রাখায় ছোট ওমাঝারি ব্যবসায়এবং মাইক্রোফাইন্যান্স বিভাগের শীর্ষ পারফর্মারদের সম্মাননা প্রদান করা হয়।
ম্যাট ডেমন ও গ্যারি হোয়াইট কর্তৃক প্রতিষ্ঠিত ওয়াটার ডট ওআরজি একটি অলাভজনক আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী পানি ও স্যানিটেশনের প্রাপ্যতা নিশ্চিতে কাজ করে। কর্মশালার সেশনগুলোতে ওয়াটার ডট ওআরজির বৈশ্বিক অভিজ্ঞতা, ডব্লিউএসএস প্রকল্পের প্রভাব সম্পর্কিত গ্লোবাল কেস স্টাডি এবং উদ্ভাবনী অর্থায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা উপস্থিত ব্যক্তিদের সাথে নিজেদের অভিজ্ঞতা ও সফলতার গল্প শেয়ার করার পাশাপাশি টেকসই পরিবর্তনে তাঁদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তারেক রেফাত উল্লাহ খান বলেন, “পরিষ্কার পানি ও স্যানিটেশনে সুবিধা শুধু একটি মৌলিক মানবাধিকারই নয়, এটি অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির ভিত্তিও। ওয়াটার ডট ওআরজির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে পানি ও স্যানিটেশন অর্থায়নে অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে আমরা এমন একটি অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং মডেল গড়ে তুলতে চাই, যা বাংলাদেশের মানুষের জীবনমান ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে। এই উদ্যোগ আমাদের টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন।”