১৬ বছরের মধ্যে বাংলাদেশে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে ১৬ বছরে হওয়া সব নির্বাচন ভুয়া ও কারচুপিপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

স্থানীয় সময় সোমবার ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।

 

বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টাকে কপ৩০ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানালে বাংলাদেশের সরকারপ্রধান বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় হয়তো তিনি উপস্থিত থাকতে পারবেন না।

 

মুহাম্মদ ইউনূস বলেন, ‘এই নির্বাচন হবে বাংলাদেশের জন্য একটি বাস্তব ও ঐতিহাসিক মুহূর্ত। কারণ এটি হবে গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন। পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের অধীনে সব নির্বাচন ছিল ‘ভুয়া ও কারচুপিপূর্ণ’।

 

এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে গভীর সহযোগিতা এবং বাণিজ্য বৃদ্ধি করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

 

বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে লুইজ ইনাসিও কয়েক মাসের মধ্যে বাংলাদেশে সফরের আগ্রহ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে।

 

বৈঠকে সামাজিক ব্যবসা, সার্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য দূরীকরণের কৌশলসহ পরস্পরের আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

 

লুইজ ইনাসিও বলেন, ‘ব্রাজিল তার নাগরিকদের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানের অভিজ্ঞতা শেয়ার করতে আগ্রহী এবং বাংলাদেশে সামাজিক ব্যবসা ও মাইক্রোক্রেডিটের কাজ থেকে শিখতে চায়।’ জবাবে মুহাম্মদ ইউনুস বলেন, সেটি দারুণ হবে।

 

বৈঠকে দুই নেতা গভীর সমুদ্রে মৎস্য আহরণ, ফার্মাসিউটিক্যালস বিশেষত টিকা পেটেন্টমুক্ত ও সাশ্রয়ী করার উদ্যোগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার পদক্ষেপ নিয়ে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা করেন। এছাড়া ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের তরুণদের নেতৃত্বে সংঘটিত আন্দোলনের প্রসঙ্গও উঠে আসে।

 

প্রধান উপদেষ্টা তার ব্রাজিল সফরের স্মৃতিচারণ করেন, যার মধ্যে ছিল ২০০৮ সালে তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ এবং ২০২৩ সালের অক্টোবর মাসে দেশটির বিভিন্ন শহর পরিদর্শন।

 

বৈঠকের এক পর্যায়ে দুই নেতা ফুটবলকে বৈশ্বিক ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরেন। মুহাম্ম ইউনূস হাস্যরসের সুরে বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামে ব্রাজিল ফুটবল দলের অসংখ্য সমর্থক রয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি গ্রামেই মানুষ ব্রাজিলকে সমর্থন করে।’

 

বৈঠকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন। কয়েকজন ব্রাজিলিয়ান মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তাও বৈঠকে ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে সন্ধ্যায় মাঠে নামছে টাইগাররা

» ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে, এমন প্রচারণা প্রতারণা : রিজভী

» বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড

» ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক না নিলে সিদ্ধান্ত নেবে ইসি

» ইলিশের রেজালার সহজ রেসিপি

» শীর্ষ পর্যায়ে দুর্নীতি রেখে দেশকে ভালো করা সম্ভব নয় : দুদক চেয়ারম্যান

» বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১৫১ জন আসামি গ্রেফতার

» ক্ষমতায় এলে গুম-খুনের পরিবারের দায়িত্ব নেব আমরা : এম এ মালেক

» রহস্যময় গোলাপি লেক, যেখানে বাঁচে না কোনো প্রাণী

» বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা কলেজছাত্র নিহত

উপদেষ্টা -মাকসুদা লিসা,

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

১৬ বছরের মধ্যে বাংলাদেশে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে ১৬ বছরে হওয়া সব নির্বাচন ভুয়া ও কারচুপিপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

স্থানীয় সময় সোমবার ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।

 

বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টাকে কপ৩০ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানালে বাংলাদেশের সরকারপ্রধান বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় হয়তো তিনি উপস্থিত থাকতে পারবেন না।

 

মুহাম্মদ ইউনূস বলেন, ‘এই নির্বাচন হবে বাংলাদেশের জন্য একটি বাস্তব ও ঐতিহাসিক মুহূর্ত। কারণ এটি হবে গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন। পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের অধীনে সব নির্বাচন ছিল ‘ভুয়া ও কারচুপিপূর্ণ’।

 

এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে গভীর সহযোগিতা এবং বাণিজ্য বৃদ্ধি করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

 

বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে লুইজ ইনাসিও কয়েক মাসের মধ্যে বাংলাদেশে সফরের আগ্রহ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে।

 

বৈঠকে সামাজিক ব্যবসা, সার্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য দূরীকরণের কৌশলসহ পরস্পরের আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

 

লুইজ ইনাসিও বলেন, ‘ব্রাজিল তার নাগরিকদের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানের অভিজ্ঞতা শেয়ার করতে আগ্রহী এবং বাংলাদেশে সামাজিক ব্যবসা ও মাইক্রোক্রেডিটের কাজ থেকে শিখতে চায়।’ জবাবে মুহাম্মদ ইউনুস বলেন, সেটি দারুণ হবে।

 

বৈঠকে দুই নেতা গভীর সমুদ্রে মৎস্য আহরণ, ফার্মাসিউটিক্যালস বিশেষত টিকা পেটেন্টমুক্ত ও সাশ্রয়ী করার উদ্যোগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার পদক্ষেপ নিয়ে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা করেন। এছাড়া ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের তরুণদের নেতৃত্বে সংঘটিত আন্দোলনের প্রসঙ্গও উঠে আসে।

 

প্রধান উপদেষ্টা তার ব্রাজিল সফরের স্মৃতিচারণ করেন, যার মধ্যে ছিল ২০০৮ সালে তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ এবং ২০২৩ সালের অক্টোবর মাসে দেশটির বিভিন্ন শহর পরিদর্শন।

 

বৈঠকের এক পর্যায়ে দুই নেতা ফুটবলকে বৈশ্বিক ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরেন। মুহাম্ম ইউনূস হাস্যরসের সুরে বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামে ব্রাজিল ফুটবল দলের অসংখ্য সমর্থক রয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি গ্রামেই মানুষ ব্রাজিলকে সমর্থন করে।’

 

বৈঠকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন। কয়েকজন ব্রাজিলিয়ান মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তাও বৈঠকে ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



উপদেষ্টা -মাকসুদা লিসা,

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com