বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ধানাইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, হেলথ ইনস্ট্রাকটর আব্দুর রহমান, হেলথ এসিস্টেন্ট নিম্নয় সরকার, অত্র স্কুলের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচি আওতায় দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী/ সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টায়ফয়েড টিকা প্রদান করা হবে। ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল পর্যায়ে এবং আগামী ০১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এই টিকা প্রদান করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু জানান, বড়াইগ্রাম উপজেলায় স্কুল পর্যায়ে ৪৭ হাজার ৪৫৩ জন এবং কমিউনিটি পর্যায়ে ২৩ হাজার ৫৫৭ জন, মোট ৭১ হাজার ১০ জন শিশুকে এই টিকা প্রদান করা হবে। তবে কমিউনিটি ও স্কুল পর্যায়ে এখন পর্যন্ত ৪১% শিশু রেজিস্ট্রেশন ভুক্ত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং কমিউনিটি সংশ্লিষ্ট এলাকায় ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দিয়েছি, যেন ৯ মাস থেকে ১৫ বছর বয়সী কোন শিশু এই টিকা থেকে বাদ না পড়ে। তিনি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন এবং অনলাইনে ‘www.vaxepi.gov.bd‘ ওয়েবসাইটের মাধ্যমে শিশুদের রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের জন্য অনুরোধ জানান।