ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : একটি রাজনৈতিক দল ছাড়া সব রাজনৈতিক দল পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) চায় বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।
রোববার (১২ অক্টোবর) ‘জুলাই জাতীয় সনদের’ ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের সময় তিনি এই কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতেই ফেব্রুয়ারিতে আগামী নির্বাচন দিতে হবে। প্রচলিত পদ্ধতিতে একটি দল স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ আর স্বৈরাচার হয়ে উঠবে না। সব ভোটের মূল্যায়ন হবে।’
নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, ‘বাংলাদেশের সংবিধানকে বারবার সংস্কারের মধ্য দিয়ে দলীয় সংবিধানে পরিণত করা হয়েছিল। তাই আমরা সংবিধান সংস্কার চাই।’
তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, তবে নির্বাচনের সঙ্গে গণভোট অগ্রহণযোগ্য। তার মতে, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে।