লিয়াকত হোসাইন লায়ন জামালপুর প্রতিনিধি:জামালপুরের ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির অর্থায়নে আঞ্জুমান বেগমের অপারেশন সম্পন্ন হয়েছে।
পৌরশহরের ফকির পাড়া গ্রামের রঞ্জুশাহ ফকিরের স্ত্রী দীর্ঘদিন থেকে তিনি থাইরয়েডেকটমি রোগে ভূগ ছিলেন।
বুধবাররাতে ঢাকার পিপলস কেয়ার হাসপাতালে সার্জনডা. ইউসুফ আলীর তত্ত¡াবধানেতার অপারেশন সম্পন্নহয়।
ইসলামপুর উন্নয়ন কমিটির সভাপতি আলহাজশ ওকত হাসানমিয়াবলেন, আঞ্জুমান বেগম দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। তার এই জটিল রোগের অপারেশনের সম্পূর্ণ ব্যয় আমরা উন্নয়ন কমিটির নিজস্ব অর্থায়নে বহন করেছি। পিছিয়ে পরাইসলামপুরবাসীরকল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”
এ সময় উন্নয়নকমিটির সাধারণসম্পাদক শাহজালাল-মানবকল্যাণে আমাদের এ ধারা অব্যহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।