ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গতকাল ভোরে মিসরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ১১ অক্টোবর তিনি ঢাকায় ফিরবেন।
প্রধান বিচারপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক। আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আইন মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির মিসর সফরকালীন বা যাত্রার তারিখ থেকে স্বীয় দায়িত্বে ফেরত না আসা পর্যন্ত বিচারপতি এমদাদুল হককে প্রধান বিচারপতির দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছেন।