ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : আগামী বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনের আগে সময়েও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আয়োজন সম্ভব নয় বলে জানা গেছে। তবে নতুন বছরের মার্চ-এপ্রিলের দিকে ভর্তি পরীক্ষা হতে পারে বলে একাধিক সূত্র থেকে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেডিকেল, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বাচনের আগেই নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাও এ সময়ের মধ্যে হতে পারে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারির আগে পরীক্ষা নেওয়ার মতো আর তেমন সময় থাকবে না। এরইমধ্যে রমজান মাসও আছে। সব বিবেচনায় আগামী বছরের মার্চ-এপ্রিলের দিকে এ পরীক্ষা নেওয়া হতে পারে।
সূত্র বলছে, গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা করেছেন উপাচার্যরা। বিষয়টি নিয়ে ইউজিসির সঙ্গে সভা হওয়ার কথা রয়েছে। সেখানে অনেক বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এ সংক্রান্ত কমিটি গঠন হলে নেতৃত্বে থাকা বিশ্ববিদ্যালয় পরবর্তী কার্যক্রম এগিয়ে নেবে।
এ বিষয়টি নিয়ে জানতে চাইলে এক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘ভর্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে। নির্বাচনের আগে মেডিকেলসহ অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হবে। সে বিবেচনায় নির্বাচনের আগে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। মার্চ-এপ্রিলের দিকে এ পরীক্ষা হতে পারে।