ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ হিন্দু ধর্মালম্বীদের ভোট ব্যাংক বানিয়ে ব্যবহার করতো। তবে বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা হিন্দুদের বিশ্বাস করাতে চেয়েছিলেন যে তিনি তাদের পাশে রয়েছেন। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরাই পুরো বাংলাদেশে হিন্দুদের জমি দখল করেছে। আমার এলাকাতেও দলটির নেতাকর্মীরা এই কাজ করেছে।
এ সময় কোথাও কোনও হামলা হলে রাষ্ট্র দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান মাহফুজ আলম। তিনি বলেন, এবার রাষ্ট্র তার দায় এড়াবে না।