ছবি সংগৃহীত
লাইফস্টাইল ডেস্ক :দুর্ঘটনা, অসাবধানতাসহ নানা কারণে শরীরে আগুন লাগতে পারে। আগুনে পোড়া রোগী প্রচণ্ড কষ্ট পান। অনেকেই বুঝতে পারেন না শরীরের কোনো অংশ আগুনে পুড়লে প্রাথমিক অবস্থায় কী করণীয়?
আগুনে পোড়ার প্রাথমিক চিকিৎসার জন্য করণীয়:
ঠান্ডা পানি ব্যবহার করুন:
পোড়ার স্থানটি অবিলম্বে ঠান্ডা পানি দিয়ে ১৫-২০ মিনিটের জন্য ধুয়ে নিন। এটি পোড়ার তীব্রতা কমাতে এবং ফোলাভাব কমাতে সাহায্য করবে। পোড়া স্থানে ভুলেও বরফ লাগাবেন না।
পরিষ্কার করুন:
পোড়া স্থানটি হালকা সাবান এবং পানি দিয়ে আলতো করে পরিষ্কার করে নিন।
ব্যান্ডেজ করুন:
পরিষ্কার করার পর, পোড়া স্থানটি একটি জীবাণুমুক্ত ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন। এতে সংক্রমণ এড়ানো সম্ভব হবে।
অ্যালোভেরা ব্যবহার করুন:
পোড়া স্থানে অ্যালোভেরা জেল লাগালে আরাম পাওয়া যায়। এটি ত্বককে ময়েশ্চারাইজ করে। তাই পোড়া স্থানে অ্যালোভেরা লাগান।
মধু ব্যবহার করুন:
মধু একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। পুড়ে যাওয়া ত্বকে মধু ব্যবহার করুন।
ভিনেগার ব্যবহার করুন:
ভিনেগার পোড়ার জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। তাই প্রাথমিক পর্যায়ে পোড়া স্থানে ভিনেগার ব্যবহার করতে পারেন।
চিকিৎসকের পরামর্শ নিন:
পোড়া গুরুতর হলে বা ফোসকা পড়লে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।