৯০ বছর পূর্তিতে কুসুম হয়ে আসছেন জয়া

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : দুই বাংলায় সিনেমার প্রচার ও শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী জয়া আহসানের। কখনো দেশের প্রেক্ষাগৃহে ঘুরছেন, কখনো কলকাতায়। একেবারে দম ফেলারও সুযোগ নেই যেন! গত মাসে কোরবানির ঈদ উপলক্ষে দেশে মুক্তি পেয়েছে তার জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। সেই রেশ না কাটতেই ডাক পড়েছে পশ্চিমবঙ্গে।

 

১৮ জুলাই সেখানে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত সিনেমাটির মুক্তির আগেই এলো জয়ার আরও এক টালিউড সিনেমার মুক্তির ঘোষণা। আগামী ১ আগস্ট আলোর মুখ দেখছে ‘পুতুলনাচের ইতিকথা’।

 

প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সুমন মুখোপাধ্যায়। পুতুলনাচের ইতিকথা উপন্যাসের ৯০ বছর পূর্তি উপলক্ষে শশী, কুসুম ও কুমুদের জীবন মুক্ত হচ্ছে বড় পর্দায়।

 

বাবা অরুণ মুখোপাধ্যায়কে পুতুলনাচের ইতিকথা উপন্যাসটি মঞ্চে নাট্যরূপ দিতে দেখেছিলেন সুমন মুখোপাধ্যায়। তাই মনে মনে স্বপ্ন দেখতেন, একদিন তিনিও এই কালজয়ী উপন্যাস নিয়ে কাজ করবেন। গত রোববার সোশ্যাল মিডিয়ায় সিনেমা মুক্তির খবর জানিয়ে নির্মাতা জানান, সেই স্বপ্নের দিকে যাত্রার শুরুটা হয়েছিল ২০০৮ সালে। অবশেষে ১৭ বছর পর তার সেই চেষ্টা সার্থক হচ্ছে।

 

ফেসবুকে সুমন মুখোপাধ্যায় লেখেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কালজয়ী উপন্যাস প্রথম প্রকাশ পায় ধারাবাহিকভাবে ১৯৩৪ থেকে ১৯৩৫ সালে। এই উপন্যাস রচনার ৯০ বর্ষপূর্তিতে মুক্তি পাচ্ছে আমাদের সিনেমা। এটা বানানোর প্রথম চেষ্টা করেছিলাম ২০০৮ সালে, কিন্তু নানা কারণে আটকে গেছে। ছবিটি যখন ১৪ বছরেও বানাতে পারিনি, তখন হাল ছেড়ে দিয়েছিলাম।

৯০ বছর পূর্তিতে কুসুম হয়ে আসছেন জয়া

কিন্তু নবারুণদার যুদ্ধ পরিস্থিতি উপন্যাসের একটা লাইন আমাকে আবার চাগিয়ে তুলল- ‘… হতাশ আর ভগ্নোদ্যম সেই সব মানুষ পুতুলের যান্ত্রিক জীবনের অপরূপ কাহিনী পুতুলনাচের ইতিকথা।’ মনে হলো এ তো আমাদের সময়ের কথা। আবার উঠেপড়ে লাগলাম।’

 

নানা জটিলতা পেরিয়ে ২০২২ সালে পুতুলনাচের ইতিকথা সিনেমার শুটিং শুরু করেন সুমন। তিন বছর পর এবার মুক্তির পালা। এর আগে গত ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রিমিয়ার হয়।

 

ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে পুতুলনাচের ইতিকথা সিনেমায়। মূল উপন্যাসে সময়টা ছিল আরও পেছনের। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর শশী ও কুমুদের চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে।

 

অন্যদিকে প্রচার ব্যস্ততার মাঝেই জয়া আহসান সম্প্রতি শেষ করেছেন কৌশিক গাঙ্গুলীর ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। এটি দুই বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিক্যুয়েল। এবারও জয়ার সঙ্গে থাকছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়। চলতি বছরেই সিনেমাটির মুক্তির সম্ভাবনা আছে।  সূএ: জাগোনিউজ২৪.কম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ডাকসুর জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি মঙ্গলবার

» যত দিন জাতীয় পার্টি নিষিদ্ধ হবে না, তত দিন তার কর্মকাণ্ড চলবে : জাহেদ উর রহমান

» আওয়ামী লীগের পর এবার কি জাতীয় পার্টিও নিষিদ্ধের পথে ?

» ১৬ বছর ধরে যে একটা রুমে বসে চলছে তারেক রহমানের রাজনীতি

» আওয়ামী লীগ সরকারের পতনের পরও মধুমতি ব্যাংকে শক্ত অবস্থানে শেখ পরিবার

» নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে চিকিৎসার আশ্বাস

» এক সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন নুর: ঢামেক পরিচালক

» এবার নির্বাচন করছি আমি: তামিম ইকবাল

» সরকার-সেনাবাহিনী নিয়ে অতিকথন নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা?

» মানুষের মতো স্বাদ নেয় ও মনে রাখে কৃত্রিম জিভ, তাক লাগালেন চীনা বিজ্ঞানীরা

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৯০ বছর পূর্তিতে কুসুম হয়ে আসছেন জয়া

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : দুই বাংলায় সিনেমার প্রচার ও শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী জয়া আহসানের। কখনো দেশের প্রেক্ষাগৃহে ঘুরছেন, কখনো কলকাতায়। একেবারে দম ফেলারও সুযোগ নেই যেন! গত মাসে কোরবানির ঈদ উপলক্ষে দেশে মুক্তি পেয়েছে তার জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। সেই রেশ না কাটতেই ডাক পড়েছে পশ্চিমবঙ্গে।

 

১৮ জুলাই সেখানে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত সিনেমাটির মুক্তির আগেই এলো জয়ার আরও এক টালিউড সিনেমার মুক্তির ঘোষণা। আগামী ১ আগস্ট আলোর মুখ দেখছে ‘পুতুলনাচের ইতিকথা’।

 

প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সুমন মুখোপাধ্যায়। পুতুলনাচের ইতিকথা উপন্যাসের ৯০ বছর পূর্তি উপলক্ষে শশী, কুসুম ও কুমুদের জীবন মুক্ত হচ্ছে বড় পর্দায়।

 

বাবা অরুণ মুখোপাধ্যায়কে পুতুলনাচের ইতিকথা উপন্যাসটি মঞ্চে নাট্যরূপ দিতে দেখেছিলেন সুমন মুখোপাধ্যায়। তাই মনে মনে স্বপ্ন দেখতেন, একদিন তিনিও এই কালজয়ী উপন্যাস নিয়ে কাজ করবেন। গত রোববার সোশ্যাল মিডিয়ায় সিনেমা মুক্তির খবর জানিয়ে নির্মাতা জানান, সেই স্বপ্নের দিকে যাত্রার শুরুটা হয়েছিল ২০০৮ সালে। অবশেষে ১৭ বছর পর তার সেই চেষ্টা সার্থক হচ্ছে।

 

ফেসবুকে সুমন মুখোপাধ্যায় লেখেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কালজয়ী উপন্যাস প্রথম প্রকাশ পায় ধারাবাহিকভাবে ১৯৩৪ থেকে ১৯৩৫ সালে। এই উপন্যাস রচনার ৯০ বর্ষপূর্তিতে মুক্তি পাচ্ছে আমাদের সিনেমা। এটা বানানোর প্রথম চেষ্টা করেছিলাম ২০০৮ সালে, কিন্তু নানা কারণে আটকে গেছে। ছবিটি যখন ১৪ বছরেও বানাতে পারিনি, তখন হাল ছেড়ে দিয়েছিলাম।

৯০ বছর পূর্তিতে কুসুম হয়ে আসছেন জয়া

কিন্তু নবারুণদার যুদ্ধ পরিস্থিতি উপন্যাসের একটা লাইন আমাকে আবার চাগিয়ে তুলল- ‘… হতাশ আর ভগ্নোদ্যম সেই সব মানুষ পুতুলের যান্ত্রিক জীবনের অপরূপ কাহিনী পুতুলনাচের ইতিকথা।’ মনে হলো এ তো আমাদের সময়ের কথা। আবার উঠেপড়ে লাগলাম।’

 

নানা জটিলতা পেরিয়ে ২০২২ সালে পুতুলনাচের ইতিকথা সিনেমার শুটিং শুরু করেন সুমন। তিন বছর পর এবার মুক্তির পালা। এর আগে গত ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রিমিয়ার হয়।

 

ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে পুতুলনাচের ইতিকথা সিনেমায়। মূল উপন্যাসে সময়টা ছিল আরও পেছনের। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর শশী ও কুমুদের চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে।

 

অন্যদিকে প্রচার ব্যস্ততার মাঝেই জয়া আহসান সম্প্রতি শেষ করেছেন কৌশিক গাঙ্গুলীর ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। এটি দুই বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিক্যুয়েল। এবারও জয়ার সঙ্গে থাকছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়। চলতি বছরেই সিনেমাটির মুক্তির সম্ভাবনা আছে।  সূএ: জাগোনিউজ২৪.কম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com