সংবাদমাধ্যমে ৯ম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন ও সাংবাদিকদের ওপর হামলা-মামলা বন্ধসহ ৫ দফা দাবিতে প্রতীকী অনশনে বসেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা।
আজ (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডের পাশে এই অনশনে বসেন তারা।
তাদের অন্যান্য দাবিগুলো হলো- ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন করা; পেশাদার সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড কমানোর সিদ্ধান্ত বাতিল করা এবং সাপ্তাহিক ছুটি দুই দিন করা।
অনশনে বসেছেন ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সজ্জাদ আলম খান তপুসহ অন্যান্য সাংবাদিক নেতারা।
এছাড়া এসব দাবিকে সমর্থন দিয়ে বক্তব্য রেখেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব।