ছবি: সংগৃহীত
কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে ৭০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মো. শামীম মিয়া, মো. রবিন ও মো. কাওসার মিয়া।
আজ (২৫ মার্চ) কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, শুক্রবার রাতে কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মোস্তফা আনোয়ার আরও জানান, কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে বলে খবর আসে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কামরাঙ্গীরচর থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় ৭০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।