সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) বিশেষ অভিযানে নাফ নদ তীরবর্তী এলাকায় ৪ লাখ পিস ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, মিয়ানমার থেকে মাদকের বড় চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে আদমের জোড়া এলাকায় বিজিবি সদস্যরা কৌশলগত অবস্থান নেন।
আজ ভোরে ৪-৫ জন ব্যক্তি নৌকাযোগে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে কেওড়া জঙ্গল, নদীর তীর এবং কর্দমাক্ত এলাকায় তল্লাশি চালিয়ে বিশেষভাবে মোড়কজাত চারটি ব্যাগ ও বস্তা থেকে ৪ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি অধিনায়ক নিশ্চিত করে।