সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : আগামী ২৬-২৭ এপ্রিল ফ্লোরিডার ট্যাম্পা হাইটসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫। এর আয়োজন করেছে এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ আইএনসি।
সংগঠনটি এর আগে চারটি সফল ইভেন্টের আয়োজন করেছে। এবারের ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্লোরিডার স্টেট রিপ্রেজেনটেটিভ সুসান এল ভালডাস এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রাক্তন স্টেট রিপ্রেজেনটেটিভ ডেইজি মোরাল। ইভেন্টে প্রায় ৩০টি দেশের প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন।
বাংলাদেশ থেকে এফবিসিসিআই একটি প্রতিনিধি দল অংশ নেবে এবং বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনাকে তুলে ধরবে। একইসঙ্গে বাংলাদেশ কনসোলেট জেনারেল অব মিয়ামি ইভেন্টে ভিসা ও ভিসা-সংক্রান্ত সেবা প্রদান করবে।
ইভেন্টে সাংস্কৃতিক পরিবেশনা থাকবে বিশেষ আকর্ষণ। এবারের এম্বাসেডর হিসেবে থাকছেন মোজেজা আশরাফ মোনালিসা। বিশেষ অতিথি হিসেবে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী উপস্থিত থাকবেন। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন প্রতিক হাসান, রেশমি মির্জা, শারমিন সিরাজসহ আরও অনেকে। সূএ: বাংলাদেশ প্রতিদিন