সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক : ‘সন অব সরদার ২’ সিনেমার গান ‘পেহলা তু, দূজা তু’ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। বিশেষ করে অজয় দেবগন ও ম্রুণাল ঠাকুরের মজার নাচের স্টেপ নিয়ে রীতিমতো হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। সেই ভাইরাল ডান্স স্টেপ নিয়ে এবার প্রতিক্রিয়া দিয়েছেন অজয়ের স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী কাজল।
এক কথায়, তিনি মজার ছলে স্বামী অজয়কে খোঁচা দিয়েছেন। তিনি বলেন, ‘অজয় হলেন এমন একজন যিনি শুধু আঙ্গুল দিয়ে নাচতেও পারেন!’
কাজলের মন্তব্যে হাসির ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তিনি মূলত তার স্বামীর নাচের দুর্বলতার কথাই তুলে ধরেছেন মজার মন্তব্য করে। মিস মালিনীর সঙ্গে আলাপকালে কাজলকে দেখানো হয় অজয় ও ম্রুণালের ভাইরাল গান ‘পেহলা তু, দূজা তু’র একটি ঝলক। ভিডিওটি দেখেই হেসে ওঠেন কাজল। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, অজয় দেবগন আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম সেরা নৃত্যশিল্পী। তিনিই একমাত্র ব্যক্তি যিনি আঙ্গুল দিয়েই নাচ করতে পারেন।’
এরপর তিনি আরও যোগ করেন, ‘আগে হতো, তিনি হাঁটতেন আর তার সঙ্গে তাল মিলিয়ে মিউজিক বাজত। আর এখন আঙ্গুল নড়লেই সেটা স্টেপ হয়ে যায়! তিনি সত্যিই আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বুদ্ধিমান নাচিয়ে!’
গানটিতে অজয় ও ম্রুণাল একটি অদ্ভুত ও মজার নাচের স্টেপ করেন। সেখানে তারা হাত জোড়া দিয়ে আঙ্গুলের ইশারায় নাচেন। এই স্টেপ এতটাই ব্যতিক্রমধর্মী যে তা নিয়ে মিম বানাতে ব্যস্ত নেটিজেনরা।
সিনেমার এক প্রচারণা অনুষ্ঠানে অজয় দেবগন নিজেও হাসতে হাসতে বলেন, ‘আপনারা আমার নাচ নিয়ে মজা করছেন। কিন্তু আমার জন্য এটা করাটাও অনেক কঠিন ছিল!’
‘সন অব সরদার ২’ সিনেমাটি ২৫ জুলাই মুক্তি পেতে যাচ্ছে।