ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : অধিনায়ক নুরুল হাসান সোহানের পর তিন অঙ্ক ছুঁলেন মাহিদুল ইসলাম অঙ্কনও। দুই ব্যাটারের সেঞ্চুরিতে সফরকারী নিউজিল্যান্ডের যুবাদের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জয়ে শুরু করেছিল বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের ম্যাচে আজ সিলেটে দ্বিতীয় ম্যাচে সফরকারীদের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ।
শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেটে ৩৪৪ রানের বড় সংগ্রহ পেয়েছে নুরুল হাসান সোহানের দল।
দিনের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশ দলের জন্য। ব্যক্তিগত ৮ রানের মাথায় ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর দলের হাল ধরেন এনামুল হক বিজয় এবং নাঈম শেখ। দু’জন মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। ব্যক্তিগত ৪০ রানে ফিরে গেছেন নাঈম, এরপর ৩৯ রানে সতীর্থের পথ ধরেন বিজয়ও।
এরপর দলকে টানতে থাকেন নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন। সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশের পুঁজিও বাড়তে থাকে। পরবর্তীতে দুই জনই তুলে নেন সেঞ্চুরি। সোহান শতক হাঁকিয়ে ব্যক্তিগত ১১২ রানে ফিরলে ভেঙে যায় ২২৫ রানের জুটি। তখনো ব্যাট হাতে লড়েন অঙ্কন।
ইনিংসের শেষ ওভারে অঙ্কন ১০৫ রান করে বিদায় নেন। এরপর মোসাদ্দেক হোসেনের ১৩ রানে ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৩৪৪ রান। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট সংগ্রহ করেন ক্রিস্টিয়ান ক্লার্ক।