মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বড়বাকা গ্রামের মো. ছরোয়ার হোসেনের ছেলে মো. হাসান মিয়া (২০) এবং মৃত মজনু মিয়ার ছেলে মো. কবির হোসেন (২৫)।
ওসি নজরুল জানান, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে সোমবার রাত ১০টার দিকে উপজেলার কাশিমনগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আড়াইশ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজারমূল্য সাড়ে ১৪ হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়।