লেখক: আবু মুসা মোহন : দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তাদের কলমে দেশের বাস্তবতা ফুটে ওঠে, সমাজের অন্যায়–অসাম্য সকলের সামনে আসে। সাংবাদিকরা চাইলে তাদের লেখালেখি দিয়ে মানুষকে জাগ্রত করতে পারে, নীতিনির্ধারকদের দিকে সচেতনতা বাড়াতে পারে, এবং দেশের নৈতিক ও সামাজিক অবস্থা সুন্দর করার চেষ্টা করতে পারে।
কিন্তু এ পথে বাধা আসে কিছু স্বার্থপর দালালের কারণে। যারা সত্যের পথে হেঁটে না গিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য গণমাধ্যম ও সাংবাদিকদের ব্যবহার করে। তারা সংবাদকে বিকৃত করে, জনগণের বিশ্বাসের সাথে খেলা করে, এবং দেশের কল্যাণের পরিবর্তে স্বার্থসিদ্ধি করে।
সাংবাদিকদের উচিত নির্ভীকভাবে সত্যের পক্ষে থাকা। কলম দিয়ে যে দায়িত্ব নেওয়া হয়েছে তা শুধু খবর পরিবেশন নয়, বরং দেশের মানুষকে সঠিক পথে পরিচালিত করার একটি শক্তিশালী হাতিয়ার। যারা দালালদের প্রভাবে নথিভুক্ত তথ্য বিকৃত করে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকা দরকার।
আমরা চাই সাংবাদিকরা দালালদের প্রভাব থেকে মুক্ত থেকে কলমের শক্তি দিয়ে দেশকে সুন্দর ও সমৃদ্ধ করার পথে এগিয়ে যান। কারণ, কলমই সত্যিকারের দেশপ্রেম ও ন্যায়বিচারের প্রতীক।