সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদনের শুনানি হবে আগামী ২০ অক্টোবর। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হবে।
রবিবার এ তথ্য নিশ্চিত করেন এ মামলার অ্যাডভোকেট অন রেকর্ড হরিদাস পাল।
তিনি জানান, গত ৮ আগস্ট আদালতে রিভিউ আবেদন উপস্থাপন করা হয়। তখন আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেন।
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফেরাতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছর সুপ্রিমকোর্টের ৯ জন আইনজীবী উচ্চ আদালতে রিট করেন।
২০১৬ সালের ৫ মে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অ্যামিকাস কিউরির (আদালতের বন্ধু) সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় দেন।
এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপিল করলে ২০১৭ সালের ৩ জুলাই তৎকালীন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে সাত বিচারকের আপিল বিভাগ তা খারিজ করে দেন।
পরে একই বছরের ২৪ ডিসেম্বর আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষ। ৯০৮ পৃষ্ঠার এ রিভিউ আবেদনে ষোড়শ সংশোধনীর পক্ষে ৯৪টি যুক্তি দেখিয়ে আপিল বিভাগের রায় বাতিল চাওয়া হয়।
প্রসঙ্গত, ১৯৭২ সালের সংবিধানেও বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতেই ছিল। পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় বসে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণের বিষয়টি নিষ্পত্তির ভার দিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন।
সূএ:ঢাকাটাইমস