ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ২০২৫–এর গ্রুপ পর্বে নিজের কাজ সেরে ফেলেছে বাংলাদেশ। তবে সুপার ফোরে জায়গা করে নিতে হলে এখন তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে। গ্রুপ ‘বি’-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচে কী ফল হলে বাংলাদেশ সুপার ফোরে যাবে- সেটিই এখন কোটি টাকার প্রশ্ন।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রেখেছে টাইগাররা। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। শীর্ষে থাকা শ্রীলঙ্কারও সমান ৪ পয়েন্ট, তবে তারা এক ম্যাচ কম খেলেছে।
গ্রুপ ‘বি’-এর বর্তমান পয়েন্ট টেবিল
গ্রুপ ‘বি’-এর বর্তমান পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। তারা দুইটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে এবং তাদের নেট রান রেট +১.৫৪৬। সমান ৪ পয়েন্ট নিয়েও দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ, তবে তারা তিনটি ম্যাচ খেলে একটি হারায় তাদের নেট রান রেট -০.২৭০। তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তান, তারা দুই ম্যাচ খেলে একটি জিতেছে ও একটি হেরেছে, তাদের সংগ্রহ ২ পয়েন্ট এবং নেট রান রেট +২.১৫০। একেবারে শেষে রয়েছে হংকং, তারা তিন ম্যাচে তিনটিতেই হেরে শূন্য পয়েন্টে রয়েছে এবং তাদের নেট রান রেট -২.১৫১।
যে সমীকরণে সুপার ফোরে যাবে বাংলাদেশ
বাংলাদেশ সুপার ফোরে যাবে কোন পরিস্থিতিতে, তা এখন পুরোপুরি নির্ভর করছে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের ওপর। যদি শ্রীলঙ্কা জয় পায়, তাহলে বাংলাদেশ সরাসরি উঠে যাবে সুপার ফোরে এবং সেখানে নেট রান রেট কোনো প্রভাব ফেলবে না। এমনকি ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্তও হয়, তাহলেও বাংলাদেশই পরবর্তী পর্বে পৌঁছাবে।
অন্যদিকে, যদি আফগানিস্তান ম্যাচটি জিতে যায়, তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে জায়গা করে নেবে সুপার ফোরে। তখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে একমাত্র নির্ধারক হয়ে দাঁড়াবে নেট রান রেট। বর্তমান হিসাব অনুযায়ী, নেট রান রেটে শ্রীলঙ্কা অনেকটাই এগিয়ে, তাই আফগানিস্তান জিতলে বাংলাদেশের বাদ পড়ার সম্ভাবনাই বেশি।
আফগানিস্তান জিতলেও যেভাবে যেতে পারে বাংলাদেশ
এই সম্ভাবনা খুবই জটিল। যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করে, তাহলে বাংলাদেশকে সুপার ফোরে পাঠাতে হলে আফগানিস্তানকে জিততে হবে ১১–১২ ওভারের মধ্যে।
অন্যদিকে, আফগানিস্তান যদি আগে ব্যাট করে ২০০ রান তোলে, তাহলে শ্রীলঙ্কা যদি ১২৮-এর কমে অলআউট হয়, তবেই বাংলাদেশ যেতে পারে। আবার আফগানিস্তান ১৫০ করলে শ্রীলঙ্কা যদি ৮৪ রানের নিচে থেমে যায়, তাহলেও বাংলাদেশের সুযোগ থাকবে।
তাই, শ্রীলঙ্কা জিতলে বা ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশ সুপার ফোরে। আফগানিস্তান জিতলে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে কঠিন রান রেট সমীকরণের দিকে।
আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।