শাহবাগ থানা এলাকা থেকে ৩০টি চোরাই মোবাইলসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. কামাল, মো. মামুন ও মো. জালাল সিকদার।
আজ গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, কয়েকজন লোক শাহবাগ থানার গুলিস্তানের গোলাপশাহ জামে মসজিদের পশ্চিম পাশে পাবলিক টয়লেটের সামনে চোরাই মোবাইল কেনা-বেচা করছে বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
এ বিষয়ে গ্রেফতারদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।