অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবারের সম্মিলন আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদের কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসকের আয়োজনে শহীদের পরিবার ও জুলাই যোদ্ধাদের উপস্থিতে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন জুলাই শহীদের পরিবার ও আহতদের পাশে জেলা প্রশাসক ছিলো-আছে-থাকবে। তিনি আরো বলেন আপনাদের যেকোন মতামত, অভিযোগসহ যেকোন সমস্যা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের জানাবেন। জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন সব সময় আপনাদের সঙ্গে আছেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ আলম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি এড.নূর মোহাম্মদ, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক আহ্বায়ক মোহাম্মদ আরমান, সাবেক সদস্য সচিব রাফি, সাবেক মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Facebook Comments Box