অনেক নারিকেই বলতে শোনা যায় যে, তাদের রাতে শীত করে। এই গরমের মধ্যে এমন সমস্যায় ভোগেন নারীরা। এই সমস্যা কিন্তু পুরুষদের বলতে শোনা যায় না।
তাইতো না চাইতেই মনে প্রশ্ন জাগে। পুরুষদের থেকে কি নারীদের বেশি শীত করে? যদি তা-ই হয়, তবে কেন? এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা বের করেছেন এক দল গবেষক।
প্রথমত মেয়েদের পেশি কম শক্ত হয়। তাই পেশি থেকে কম তাপ তৈরি হয়।
আরো একটি বিষয় হলো, মেয়েদের পেশির মাঝে মেদের স্তর থাকে বেশি। যা শরীরের তাপমাত্রা কমিয়ে রাখে। ফলে ছেলেদের তুলনায় ঠান্ডা থাকে মেয়েদের শরীর।
বিপাক হার যত বেশি হবে, শরীর তত বেশি তপ্ত হবে। পুরুষদের তুলনায় মেয়েদের বিপাক হার কম। ফলে মেয়েদের শরীর খানিকটা ঠান্ডা থাকে।
মেয়েদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন অনেকটা মাত্রায় থাকে। এই দুই হরমোনও শরীরের তাপমাত্রা কমিয়ে দেয়।