ছবি সংগৃহীত
ধর্ম ডেস্ক :মাকরুহ অর্থ অপছন্দনীয় বা অপ্রিয়। রোজা রেখে কিছু কাজ করলে শরিয়তের দৃষ্টিতে রোজা মাকরুহ হয়। ফলে সওয়াব কমে যায়, তবে ‘সেকারণে রোজা ভঙ্গ হয় না।’ (জাওয়াহিরুল ফতোয়া: খ. ১, পৃ. ২২; জাওয়াহিরুল ফিকহ: খ. ১, পৃ. ৩৭৯; বুখারি: ১৯০৩)
রোজা রেখে টুথপেস্ট, টুথ পাউডার, মাজন কিংবা কয়লা দিয়ে দাঁত মাজা মাকরুহে তানজিহি। কারণ, এতে স্বাদ রয়েছে। রোজা রেখে যেকোনো জিনিসের স্বাদ গ্রহণ করা মাকরুহ। আর যদি তা গলায় বা পেটের ভেতর চলে যায়, তাহলে তো রোজা নষ্ট হয়ে যাবে। তাই এক্ষেত্রে মেসওয়াক ব্যবহার করাই উত্তম। এতে রোজার কোনো ক্ষতি হয় না। (তথ্যসূত্র: আল বাহরুর রায়েক, খণ্ড-২, পৃষ্ঠা-২৭৯, ফতোয়ায়ে আলমগিরি, খণ্ড-১, পৃষ্ঠা-১৯৯, কিতাবুল ফতোয়া, খণ্ড-৩, পৃষ্ঠা-৪০১; রদ্দুল মুখতার: ২/৪১৫-৪১৬; ফতোয়া খানিয়া: ১/২০৪; হিদায়া: ১/২২০)
অতএব, টুথপেস্ট, টুথ পাউডার বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করার কারণে রোজা মাকরুহ হবে; রক্ত বের হোক বা না হোক।
তবে, দাঁত থেকে রক্ত বের হলে রোজা ভঙ্গ হবে না, যতক্ষণ না রক্ত গলায় চলে যায়। কেননা গলায় রক্তের স্বাদ পাওয়া গেলে রোজা ভেঙ্গে যাবে। (খুলাসাতুল ফতোয়া: ১/২৫৪; ফতোয়ায়ে হিন্দিয়া: ১/২০৩; ফতোয়ায়ে বাজজাজিয়া: ৪/৯৮; আদ্দুররুল মুখতার: ২/৩৯৬)
আলেমদের পরামর্শ- রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন ব্যবহার করবে না। টুথপেস্ট বা মাজন দিয়ে ব্রাশ করতে হলে সাহরির সময় শেষ হওয়ার আগেই করে নেবেন। আর যদি পারেন মেসওয়াক ব্যবহার করেন। অন্তত রোজার মাসে করেন। রমজান মাসে যেকোনো সময় মেসওয়াক করা যায়। এতে শুধু উপকার নয়, সওয়াবের নিয়তে করলে সওয়াবও পাওয়া যাবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রোজার দিনে যাবতীয় মাকরুহ কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।