যে কারণে ‘গাঙ্গুবাই’ হতে চাননি প্রথম সারির এই তিন নায়িকা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গেল শুক্রবার ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বলিউডের বহুল আলোচিত অটোবায়োগ্রাফিক্যাল সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি।’ মুক্তির পর থেকেই বেশ ভালো ব্যবসা করছে সিনেমাটি। অনেকের মতে- এতে ক্যারিয়ার সেরা পারফর্ম করেছেন আলিয়া ভাট। অথচ, সিনেমায় এই নায়িকার থাকার কথাই ছিল না।

 

আলিয়ার আগে পর্দায় গাঙ্গুবাই হওয়ার প্রস্তাব পেয়েছিলেন বলিউডের প্রথম সারির তিন নায়িকা। কিন্তু বিভিন্ন কারণে তারা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। সঞ্জয়লীলা বানসালীর প্রস্তাব ফিরিয়ে দেওয়া নায়িকারা হলেন- দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও রানি মুখার্জি।

দীপিকা পাড়ুকোন : সঞ্জয়লীলা বানসালীর প্রিয় নায়িকা দীপিকা। এর আগে ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। সবগুলো সিনেমাই ব্যবসা সফল হয়েছে। সেই ধারাবাহিকতায় গাঙ্গুবাই চরিত্রটিতে অভিনয়ের জন্য প্রথমে দীপিকাকে প্রস্তাব দেন নির্মাতা। কিন্তু একে একে তিনবার বানসালীর প্রস্তাব ফিরিয়ে দেন দীপিকা। যদিও সে সময় তাদের মধ্যে ঠাণ্ডা যুদ্ধ চলছে বলে গুঞ্জন ছড়ায়।

 

প্রিয়াঙ্কা চোপড়া: দীপিকাকে না পেয়ে প্রিয়াঙ্কার দ্বারস্থ হন বানসালী। এই নির্মাতার পরিচালনায় ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় প্রিয়াঙ্কার অভিনয় প্রশংসিত হয়। কিন্তু হলিউডের প্রজেক্ট থাকায় গাঙ্গুবাই হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

 

রানি মুখার্জি : চিত্রনাট্য পছন্দ হওয়া সত্ত্বেও সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন রানি। গুঞ্জন আছে- যশরাজের ব্যানার ও বানসালীর প্রযোজনা সংস্থার মধ্যে ঠাণ্ডা লড়াইয়ের জন্যই এমন সিদ্ধান্ত নেন রানি।

 

প্রসঙ্গত, ষাটের দশকে গোটা কামাথিপুরার কর্ত্রী ছিলেন গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। খুব অল্প বয়সে জোর করে পতিতাবৃত্তিতে নামানো হয়েছিল তাকে। এরপর সেই গাঙ্গুবাই হয়ে উঠেছিলেন গোটা কামাথিপুরার হর্তাকর্তা। কিন্তু জোর করে যেসব মেয়েদের এই পেশায় ঠেলে দেওয়া হতো তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন তিনি।

 

মাত্র ১৬ বছর বয়সে বাবার হিসাবরক্ষকের সঙ্গে গঙ্গা হরজীবনদাস কাথিওয়াড়িয়া গুজরাট থেকে মুম্বাইয়ে পালিয়ে এসেছিলেন। কিন্তু প্রেমে ধোঁকা খেতে হয়েছিল এই কিশোরীকে। বিয়ে করেও স্বামী তাকে বিক্রি করে দেয়। ডন করিম লালার একাধিক গ্যাং মেম্বার তাকে বারবার ধর্ষণ করে। তবুও হাল ছাড়েন না গাঙ্গুবাই। শেষমেষ করিম লালার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাকে নিজের বোনের সম্মান দেয় করিম লালা। এরপরই কামাথিপুরায় একটি যৌনপল্লি শুরু করেন গাঙ্গুবাই। সূত্র: আনন্দবাজার

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় আছে : রিজভী

» নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

» পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» পলিথিন ব্যাগের বিষয়ে আর কোনো ছাড় নয় : উপদেষ্টা রিজওয়ানা হাসান

» ডাকসুর জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি মঙ্গলবার

» যত দিন জাতীয় পার্টি নিষিদ্ধ হবে না, তত দিন তার কর্মকাণ্ড চলবে : জাহেদ উর রহমান

» আওয়ামী লীগের পর এবার কি জাতীয় পার্টিও নিষিদ্ধের পথে ?

» ১৬ বছর ধরে যে একটা রুমে বসে চলছে তারেক রহমানের রাজনীতি

» আওয়ামী লীগ সরকারের পতনের পরও মধুমতি ব্যাংকে শক্ত অবস্থানে শেখ পরিবার

» নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে চিকিৎসার আশ্বাস

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যে কারণে ‘গাঙ্গুবাই’ হতে চাননি প্রথম সারির এই তিন নায়িকা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গেল শুক্রবার ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বলিউডের বহুল আলোচিত অটোবায়োগ্রাফিক্যাল সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি।’ মুক্তির পর থেকেই বেশ ভালো ব্যবসা করছে সিনেমাটি। অনেকের মতে- এতে ক্যারিয়ার সেরা পারফর্ম করেছেন আলিয়া ভাট। অথচ, সিনেমায় এই নায়িকার থাকার কথাই ছিল না।

 

আলিয়ার আগে পর্দায় গাঙ্গুবাই হওয়ার প্রস্তাব পেয়েছিলেন বলিউডের প্রথম সারির তিন নায়িকা। কিন্তু বিভিন্ন কারণে তারা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। সঞ্জয়লীলা বানসালীর প্রস্তাব ফিরিয়ে দেওয়া নায়িকারা হলেন- দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও রানি মুখার্জি।

দীপিকা পাড়ুকোন : সঞ্জয়লীলা বানসালীর প্রিয় নায়িকা দীপিকা। এর আগে ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। সবগুলো সিনেমাই ব্যবসা সফল হয়েছে। সেই ধারাবাহিকতায় গাঙ্গুবাই চরিত্রটিতে অভিনয়ের জন্য প্রথমে দীপিকাকে প্রস্তাব দেন নির্মাতা। কিন্তু একে একে তিনবার বানসালীর প্রস্তাব ফিরিয়ে দেন দীপিকা। যদিও সে সময় তাদের মধ্যে ঠাণ্ডা যুদ্ধ চলছে বলে গুঞ্জন ছড়ায়।

 

প্রিয়াঙ্কা চোপড়া: দীপিকাকে না পেয়ে প্রিয়াঙ্কার দ্বারস্থ হন বানসালী। এই নির্মাতার পরিচালনায় ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় প্রিয়াঙ্কার অভিনয় প্রশংসিত হয়। কিন্তু হলিউডের প্রজেক্ট থাকায় গাঙ্গুবাই হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

 

রানি মুখার্জি : চিত্রনাট্য পছন্দ হওয়া সত্ত্বেও সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন রানি। গুঞ্জন আছে- যশরাজের ব্যানার ও বানসালীর প্রযোজনা সংস্থার মধ্যে ঠাণ্ডা লড়াইয়ের জন্যই এমন সিদ্ধান্ত নেন রানি।

 

প্রসঙ্গত, ষাটের দশকে গোটা কামাথিপুরার কর্ত্রী ছিলেন গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। খুব অল্প বয়সে জোর করে পতিতাবৃত্তিতে নামানো হয়েছিল তাকে। এরপর সেই গাঙ্গুবাই হয়ে উঠেছিলেন গোটা কামাথিপুরার হর্তাকর্তা। কিন্তু জোর করে যেসব মেয়েদের এই পেশায় ঠেলে দেওয়া হতো তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন তিনি।

 

মাত্র ১৬ বছর বয়সে বাবার হিসাবরক্ষকের সঙ্গে গঙ্গা হরজীবনদাস কাথিওয়াড়িয়া গুজরাট থেকে মুম্বাইয়ে পালিয়ে এসেছিলেন। কিন্তু প্রেমে ধোঁকা খেতে হয়েছিল এই কিশোরীকে। বিয়ে করেও স্বামী তাকে বিক্রি করে দেয়। ডন করিম লালার একাধিক গ্যাং মেম্বার তাকে বারবার ধর্ষণ করে। তবুও হাল ছাড়েন না গাঙ্গুবাই। শেষমেষ করিম লালার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাকে নিজের বোনের সম্মান দেয় করিম লালা। এরপরই কামাথিপুরায় একটি যৌনপল্লি শুরু করেন গাঙ্গুবাই। সূত্র: আনন্দবাজার

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com