ছবি : সংগৃহীত
অনলাইন ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে বড় লাফ দিয়েছে লিভারপুল। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচে আবারও নিজের জাত চেনালেন মোহাম্মদ সালাহ।
রবিবার রাতে ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অলরেডদের হয়ে প্রথম গোল করেন এবং দ্বিতীয় গোলে ডমিনিক সোবোস্লাইকে সহায়তা করেন তিনি।
সোবোস্লাই সিটির বাজে রক্ষণের সুযোগ নিয়ে ৩৭ মিনিটে লিভারপুলের লিড দ্বিগুণ করেন। হাঙ্গেরিয়ান মিডফিল্ডারকে সহজ পাস দেন সালাহ। লিভারপুল এগিয়ে যায় ২-০ গোলে।
৩২ বছর বয়সী সালাহ এই মৌসুমে ১১টি লিগ ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেছেন, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে একক মৌসুমে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। এর আগে ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার জার্সিতে এই কীর্তি করেছিলেন লিওনেল মেসি।
এদিকে, এমন দাপুটে জয়ে শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করলো ১১ পয়েন্টের ব্যবধানে। ২৭ ম্যাচ থেকে ৬৪ পয়েন্ট সংগ্রহ করে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রয়েছে অলরেডরা। যদিও আর্সেনাল একটি ম্যাচ কম খেলেছে।
সিটি ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। মৌসুমের শুরুতে বাজে পারফর্ম করায় টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে তাদের। এখন চ্যাম্পিয়ন্স লিগের স্থান নিশ্চিত করার জন্য লড়াই করছে পেপ গার্দিওলার দল।