মূলঃ চার্লস ডিকেন্স (বই- অলিভার টুইস্ট)
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
“ঘুম ও জাগরণের মাঝখানে একটা তন্দ্রালু অবস্থা আছে। এই সময়ে তুমি চোখ আধখোলা ও চারপাশের চলাচল সম্পর্কে অর্ধ সচেতন অবস্থায় মাত্র পাঁচ মিনিটে পাঁচ রাতের চেয়ে অনেক বেশি স্বপ্ন দেখতে পারো, যে রাতগুলোতে তোমার চোখ পূর্ণভাবে বন্ধ ও স্নায়ুগুলো নিখুঁতভাবে অজ্ঞানতা দিয়ে মোড়ানো থাকে।
এই সময়ে, একজন মরণশীল মানুষ খুব ভালোভাবেই জানে তার হৃদয় কী করছে, হৃদয়ের প্রতাপশালী ক্ষমতা সম্পর্কে সে স্পষ্ট ধারণা গঠন করে, এবং পৃথিবীর সাথে আবদ্ধতা থেকে সে ছুটন্ত সময় ও আকাশের সাথে সম্পর্ক স্থাপন করে। কারণ, এই সময়ে সে তার শারীরিক সহযোগীদের আরোপিত সীমাবদ্ধতা থেকে মুক্তিলাভ করে। সাময়িকভাবে হলেও।”
সূএ: ডেইলি-বাংলাদেশ ডটকম