মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

শ্রদ্ধা, ভালোবাসা ও সর্বস্তরের মানুষের চোখের জলে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক সফল অর্থমন্ত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক, বৃহত্তর সিলেটের উন্নয়নের রূপকার, ভাষা সৈনিক আবুল মাল আবদুল মুহিত।

 

রোববার বেলা ২টা ১৮ মিনিটে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে নগরীর রায়নগরস্থ পারিবারিক কবরস্থানে মা-বাবার সমাহিত করা হয়। জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে। এতে ইমামতি করেন আল্লামা মুহিবুল হক গাছবাড়ি। জানাজা শেষে আলিয়া মাঠে দোয়া অনুষ্ঠিত হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা মুহিতের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

 

এর আগে রোববার দুপুরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মুহিতের মরদেহ নেয়া হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মুহিতকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেন। এর আগে সেখানে কালো কাপড় দিয়ে তৈরি করা হয় শ্রদ্ধা নিবেদন মঞ্চ।

 

প্রথমে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক‌টি চৌকস দল ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আবুল মাল আবদুল মুহিতকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। পরে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

এরপর মরদেহের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ স্থানীয় এমপি ও আওয়ামী লীগের নেতারা।

 

শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। শ্রদ্ধার ফুল আর চোখের জলে শেষ বিদায় জানায় সিলেটবাসী।

 

এর আগে, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে মুহিতের মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যান সিলেটের পথে রওনা হয়ে রাত ৯টা ৫০ মিনিটের দিকে নগরের হাফিজ কমপ্লেক্সে এসে পৌঁছায়। সেখানে মরদেহ গ্রহণ করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

 

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন দেশের সাবেক ও সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» স্বাধীনতাবিরোধীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: নানক

» ভবিষ্যৎ মহামারি সামাল দিতে বিশ্বের জন্য দৃঢ় নেতৃত্ব প্রয়োজন : প্রধানমন্ত্রী

» অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিকে অনুরোধ করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

» রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখবে আইওএম

» জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করলো নির্বাচন কমিশন

» থ্রি-জি সেবা বন্ধ করেছে বাংলালিংক

» লক্ষ্মীপুরে সয়াবিন উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বিক্রির টার্গেট ৫০০ কোটি টাকা

» ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে কালেকশন বুথ চালু করল ব্র্যাক ব্যাংক

» উপজেলা পরিষদ নির্বাচন হাতীবান্ধায় চারটি ইউনিয়নের সকল ভোটকেন্দ্র ঝুঁকিপুন

» বজ্রপাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় ত্রুটি, ৩ কিলোমিটার যানজট

উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

শ্রদ্ধা, ভালোবাসা ও সর্বস্তরের মানুষের চোখের জলে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক সফল অর্থমন্ত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক, বৃহত্তর সিলেটের উন্নয়নের রূপকার, ভাষা সৈনিক আবুল মাল আবদুল মুহিত।

 

রোববার বেলা ২টা ১৮ মিনিটে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে নগরীর রায়নগরস্থ পারিবারিক কবরস্থানে মা-বাবার সমাহিত করা হয়। জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে। এতে ইমামতি করেন আল্লামা মুহিবুল হক গাছবাড়ি। জানাজা শেষে আলিয়া মাঠে দোয়া অনুষ্ঠিত হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা মুহিতের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

 

এর আগে রোববার দুপুরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মুহিতের মরদেহ নেয়া হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মুহিতকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেন। এর আগে সেখানে কালো কাপড় দিয়ে তৈরি করা হয় শ্রদ্ধা নিবেদন মঞ্চ।

 

প্রথমে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক‌টি চৌকস দল ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আবুল মাল আবদুল মুহিতকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। পরে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

এরপর মরদেহের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ স্থানীয় এমপি ও আওয়ামী লীগের নেতারা।

 

শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। শ্রদ্ধার ফুল আর চোখের জলে শেষ বিদায় জানায় সিলেটবাসী।

 

এর আগে, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে মুহিতের মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যান সিলেটের পথে রওনা হয়ে রাত ৯টা ৫০ মিনিটের দিকে নগরের হাফিজ কমপ্লেক্সে এসে পৌঁছায়। সেখানে মরদেহ গ্রহণ করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

 

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন দেশের সাবেক ও সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com