মাশরাফি-মাহমুদউল্লা-তামিম বাংলাদেশ ক্রিকেট দলের পঞ্চ পাণ্ডবের তিনজনই এবারের বিপিএলে খেলবেন মিনিস্টার গ্রুপ ঢাকার পক্ষে।তিনজন একই দলে হয়ার পর ক্রিকেটপ্রেমী মানুষের মনে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিলো- কে হচ্ছে ঢাকার অধিনায়ক। অবশেষে মিললো সেই প্রশ্নের উত্তর। মাশরাফি কিংবা তামিম নন, ঢাকার নেতৃত্বে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
সোমবার দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়কের নামও ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে চমক দিয়েছিল ঢাকা। প্লেয়ার্স ড্রাফটের আগের রাতে দলের মালিকানা নিয়ে ছিল টানাপোড়েন।
অথচ তারাই কিনা দলে ভেড়ায় তামিম, মাহমুদউল্লাহ ও মাশরাফিকে। মাহমুদউল্লাহকে সরাসরি সাইন করানোর পর তামিমকে প্রথম ডাকে এবং মাশরাফিকে তৃতীয় ডাকে দলে নেয় ঢাকা।
বিপিএলে ঢাকার স্কোয়াড:
দেশি ক্রিকেটার: মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম চৌধুরী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান, এবাদত হোসেন।
বিদেশি ক্রিকেটার: ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকী (আফগানিস্তান)।