ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : আট দলের অংশগ্রহণে শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। গ্রুপপর্বের লড়াই শেষে বিদায় নিয়েছে চার দল। আসরের প্রথম সেমিফাইনেলের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও রাজনৈতিক কারণে দেশটিতে খেলতে যায়নি ভারত। হাইব্রিড মডেলের আসরে ভারতের সঙ্গে খেলতে পাকিস্তান থেকে অজিদের উড়াল দিতে হয়েছে দুবাইয়ে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে দুই দলের মাঠের লড়াই।
মুখোমুখির দীর্ঘ পরিসংখ্যানের দিকে তাকালে জয়ের পাল্লা ভারি অস্ট্রেলিয়ার দিকে। ১৫১ ওয়ানডেতে অজিদের ৮৪ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৫৭টিতে। বাকি ১০ ম্যাচ শেষ হয়েছে ফল ছাড়াই। টাই হয়নি কোনো ম্যাচে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে ভারতের সঙ্গে ৪ বার দেখা হয়েছে অস্ট্রেলিয়ার। পাল্লা ভারী ভারতের। প্রতিযোগিতার প্রথম দুই আসরে জয় পেয়েছিল ভারত, বিপরীতে ২০০৬ আসরে জয় আছে অজিদের। ২০০৯-এর ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
দুই দলের মাঠের লড়াইয়ের আগে একাদশ নিয়ে চলছে নানা জল্পনা। কেননা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতের উৎসব মাটি করে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের তাণ্ডব সেদিন থামাতে পারেনি ভারতীয় বোলাররা। আজ তার প্রতিশোধ নিতে চাইবে ম্যান ইন ব্লুরা, অন্যদিকে অজিরা চাইবে ১৬ বছরের আক্ষেপ ঘোচাতে। শেষ অজিরা চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ শিরোপা ঘরে তুলেছিলো ২০০৯ সালে। তাই দুলের একাদশ নিয়ে কে আসবে দুবাই উইকেটের কথা মাথায় রেখে তা নিয়ে অতি আগ্রহে ক্রিকেট প্রেমীরা।
ম্যাথিউ শর্টের অনুপস্থিতির কারণে অস্ট্রেলিয়া একাদশ সাজতে কিছুটা চাপে। কেননা তার বিকল্প হিসেবে বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে। দুবাই উইকেট বিবেচনায় শর্টের অনুপস্থিতি মানে একটি গুরুত্বপূর্ণ অফস্পিন হারানো, যা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। দুবাইয়ের পরিস্থিতি বিবেচনায়, নির্বাচন কমিটি কোপার কননোলিকেও দলে ভেড়াতে পারে।
কেননা সে স্পিন বোলিং এর ক্ষেত্রে অতিরিক্ত একজন অপশন হতে পারেন। ইতিমধ্যে, স্পিনার বরুণ চক্রবর্তীর রবিবার পাঁচ উইকেটের বিধ্বংসী বোলিং এর পর তাকে বাদ দেওয়া কঠিন হবে। সবকিছু ঠিক থাকলে, রোহিত শর্মা একই প্লেয়িং একাদশে থাকবেন যেটি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিল। যদি তা হয়, তবে ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনালটি একটি স্পিন চ্যালেঞ্জ হতে পারে!
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ-ট্র্যাভিস হেড, জেক ফ্রেজার ম্যাকগার্ক, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ার্সিয়াস, কুপার কানোলি, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন। সূূএ:ঢাকা মেইল ডটকম