লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : ভরা বর্ষা মৌসুমেও এবছর অধিকাংশ এলাকায় খাল বিল নদী নালা গুলো পানি শুন্য। বন্যা না হওয়ায় খাল-বিল, পুকুর-ডোবা কোথাও পর্যাপ্ত পানি নেই। এতে পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার কৃষকেরা।
সরেজমিনে উপজেলার গোয়ালের চর,গাইবান্ধা,চর গোয়ালিনী,চর
পুটিমারী,পার্র্থশী,পলবান্ধা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পানির অভাবে পাট কাটতে পারছেন না কৃষক। বন্যার পানির আশায় পাট না কেটে ক্ষেতেই রেখে দি”েছন অনেকে। আবার যারা কিছু পাট কেটেছেন, তাদের অনেকেই অটোভ্যান, ইঞ্জিনচালিত ভটভটি ও মহিষের গাড়িতে করে দূরে নিয়ে জাগ দেওয়ার চেষ্টা করছেন। অল্প পানিতে পাট পচানোর কারণে ফ্যাকাশে হয়ে যা”েছ আঁশ। অনেকেই পাট কেটে জমির পাশে ফেলে রেখেছেন। এতে অতিরিক্ত সময়, শ্রম ও অর্থ ব্যয়সহ দুশ্চিন্তায় দিন কাটছে চাষিদের।
মোহাম্মদপুর এলাকার কৃষক মোস্তফা মিয়া বলেন, বিগত সময়ের চেয়ে এবার একটু বৃষ্টির হলেও বন্যার কারণে অন্য বছর এ সময় পানিতে টইটম্বুর থাকে খাল-বিল। এ বছর কোথাও পর্যাপ্ত পানি নেই। বাড়ির পার্শে পুকুরে সামান্য বৃষ্টির পানি জমছে। উপায় না পেয়ে সেখানেই পাট জাগ দিতে হ”েছ। পানির অভাবে পাটের আঁশ ছাড়ানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।
পলবান্ধা এলাকার কৃষক মজির শেখ (৫০) বলেন, ‘আগে যে ডোবার পানি থাকত, এখন তা একদম শুকিয়ে গেছে। বাধ্য হয়ে অন্যের পুকুরে জায়গা ভাড়া নিয়ে পাট জাগ দিতেছি। মোজাআটা গ্রামে পাটচাষি দুদু শেখ (৫৫) বলেন, ‘কয়েকদিন আগে দুই বিঘা জমির পাট কেটেছি। কিš‘ জাগ দেওয়ার মতো পানি নাই। রোদে পাট শুকায়া যা”েছ, এবার মনে হয় ক্ষতি হবেই।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলায় এবার ৭ হাজার ৮৪৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়ায় এবার প্রতি বিঘায় গড়ে ৯ মণ ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বন্যা না হওয়ায় পাট জাগ দেওয়া নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল আহমেদ বলেন, ফলন ও দাম অনুযায়ী এবার কৃষক পাট চাষে লাভবান হবেন আশারাখি। বন্যা না হওয়ায় পাট জাগ দেওয়া নিয়ে কৃষকদের ভোগান্তি রয়েছে।