ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক :ক্লাব ফুটবলে বিরতি শুরু হলেও দম ফেলার ফুরসত নেই ফুটবলারদের। তাদের এখন মাঠে নামতে হবে জাতীয় দলের হয়ে। মার্চের আন্তর্জাতিক উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২০২৬ বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনাও।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ নিয়ে এবার বাড়তি আগ্রহ-উন্মাদনা ফুটবলপ্রেমীদের মনে। এবার যে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা।
মার্চের আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই দুইটি করে ম্যাচ খেলবে। বিশ্বচ্যাম্পিয়নরা মাঠে নামবে ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে। এই দুই ম্যাচ জিতলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে আলবিসেলেস্তিদের।
বাছাইপর্বে ব্রাজিলের ম্যাচ আর্জেন্টিনা ছাড়াও আছে কলম্বিয়ার বিপক্ষে। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে জায়গা করতে এখন বাছাইপর্বের সব ম্যাচ ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাদের প্রতিটি ম্যাচই বিশ্বকাপের পথে এক একটি ধাপ।
এদিকে এবারের মুখোমুখি লড়াইয়ের আগে দুই দলই পেয়েছে দুঃসংবাদ। নিজেদের সেরা দুই তারকাদের ছাড়াই মাঠে নামতে হবে দুই দলকে। চোটের কারণে আর্জেন্টিনার দলে থাকছেন না লিওনেল মেসি, আর ব্রাজিলের দলে থাকছেন না নেইমার জুনিয়র।
আগামী ২১ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬-৪৫ মিনিটে ব্রাজিল নিজেদের মাঠে কলম্বিয়াকে আতিথেয়তা দেবে। এরপর ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে সেলেসাওরা। আগামী ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় মনেটেভিডিওতে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে মেসিবিহীন আর্জেন্টিনা। এরপর ২৬ মার্চ খেলবে ব্রাজিলের বিপক্ষে। বুয়েনস এইরেস সেলেসাওদের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।