ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫: গত ২৪ মে ২০২৫ তারিখে কক্সবাজারের আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ -এর ফাইনাল খেলায় মার্কেন্টাইল ব্যাংককে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে ব্র্যাক ব্যাংক।
১৫ ওভার ফরম্যাটের এই টুর্নামেন্টে অংশ নেয় ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।
ফাইনাল ম্যাচে মার্কেন্টাইল ব্যাংকের ১৫ ওভারে করা ১০৭ রানের জবাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্র্যাক ব্যাংকের অ্যামেচার কর্পোরেট ক্রিকেট দল। এর আগে গ্রুপ পর্বে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিপক্ষে ৯ উইকেটে এবং মার্কেন্টাইল ব্যাংকের বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নিতে সক্ষম হয় ব্র্যাক ব্যাংক। ধারাবাহিক পারফরম্যান্সের মধ্য দিয়ে মাঠে নিজেদের আধিপত্য ধরে রাখতে সক্ষম হয় ব্যাংকটি।
ব্র্যাক ব্যাংক দলের অধিনায়ক ও ব্যাংকটির প্রকিউরমেন্ট অফিসার আলাউদ্দিন মনা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা ব্যাটার নির্বাচিত হন। ব্যাংকটির কার্ড অপারেশনসের অফিসার ঈশান বণিক প্লেয়ার অব দ্য ফাইনাল ও সেরা বোলার নির্বাচিত হন। এই আধিপত্য ব্র্যাক ব্যাংকের আলরাউন্ড নৈপুণ্যের প্রতিফলন।
এমন গৌরবময় অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের হেড অব জেনারেল সার্ভিসেস এবং ক্রিকেট দলের পৃষ্ঠপোষক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিন আকবর (অব.) বলেন, “এই জয় কেবল ক্রিকেট নিয়েই নয়; এটি আমাদের দলগত পারফরম্যান্স, শৃঙ্খলা এবং উৎকর্ষতার প্রতি অবিচল প্রতিশ্রুতিরও প্রতিফলন।”
এই চ্যাম্পিয়নশিপ ব্র্যাক ব্যাংকের প্রাণবন্ত কর্মক্ষেত্র সংস্কৃতিকে তুলে ধরে, যেখানে পারস্পরিক সহযোগিতা ও পারফরম্যান্স সমান তালে চলে। ব্র্যাক ব্যাংকের কর্মীরা যে মাঠে এবং মাঠের বাইরে লক্ষ্য অর্জনে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, এই চ্যাম্পিয়নশিপ তার-ই উদাহরণ।