আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:- বর্তমান সময়ে সাংবাদিকতা পেশার উপর মানুষের আস্থা নষ্ট হচ্ছে। কারণ আজকাল দেখা যাচ্ছে অনেক সাংবাদিক লেখালেখি করার চেয়ে দালালি করাতেই বেশি ব্যস্ত। সমাজের অসঙ্গতি, অন্যায়-অবিচার, দুর্নীতি ও সাধারণ মানুষের কষ্ট নিয়ে প্রতিবেদন করার বদলে কিছু সাংবাদিক ক্ষমতাবানদের তোষামোদ আর স্বার্থসিদ্ধির কাজে নিজেদের কলম ব্যবহার করছেন।
ফলে সাংবাদিকতা পেশার মর্যাদা যেমন ক্ষুণ্ণ হচ্ছে, তেমনি সাধারণ মানুষও সংবাদমাধ্যমকে নিরপেক্ষ চোখে দেখতে পারছে না। প্রকৃত সাংবাদিকরা যখন সৎভাবে কাজ করতে গিয়ে নানা হুমকি ও ঝুঁকির মুখে পড়ছেন, তখন দালালি করা সাংবাদিকদের কারণে গোটা পেশাটিই প্রশ্নবিদ্ধ হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, সাংবাদিকতা মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার কথা থাকলেও, কিছু দালাল সাংবাদিকের কারণে এ পেশা আজ জনগণের আস্থা হারাতে বসেছে। তারা মনে করেন, প্রকৃত সাংবাদিকদের একজোট হয়ে এই অপসাংবাদিকতা ও দালালির বিরুদ্ধে দাঁড়ানো এখন সময়ের দাবি।