ছবি সংগৃহীত
লাইফস্টাইল ডেস্ক বাড়ির বারান্দা, জানালা বা ছাদের প্রিয় গাছগুলো আপনার অনেক যত্নে বড় হয়েছে। তাই কয়েক দিনের জন্য বাইরে যেতে হলে সবচেয়ে বেশি দুশ্চিন্তা হয় এদের নিয়েই- যদি শুকিয়ে যায়!
তবে চিন্তার কিছু নেই। কিছু সহজ প্রস্তুতি নিলেই আপনি নিশ্চিন্তে ঘুরে আসতে পারবেন, আর গাছগুলোও থাকবে সতেজ ও নিরাপদ। চলুন দেখে নিই করণীয়গুলো-
১. গাছ চেনা জরুরি
প্রথমে বুঝে নিন, কোন গাছ কতটা রোদ, পানি ও আদ্রতা পছন্দ করে। সেই অনুযায়ী পরিকল্পনা করুন তাদের যত্নের।
২. পর্যাপ্ত পানি দিন
ভ্রমণের আগের দিন গাছগুলোকে ভালোভাবে পানি দিন। খেয়াল রাখুন যেন টবের নিচ দিয়ে অতিরিক্ত পানি বের হয়ে যায়—ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কি না দেখে নিন।
৩. একসাথে রাখুন
সব গাছ কাছাকাছি রাখলে একটি ছোট মাইক্রোক্লাইমেট তৈরি হয়, যা বাতাসে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। বাথরুম বা ছায়াঘেরা কোনো কোণাও হতে পারে ভালো জায়গা।
৪. শুকনো পাতা ও ময়লা পরিষ্কার করুন
শুকনো পাতা, পোকামাকড় সরিয়ে দিন। পরিষ্কার পাতা সালোকসংশ্লেষে সহায়তা করে, গাছ রাখে সতেজ।
৫. সার দেওয়া বন্ধ রাখুন
ঘুরতে যাওয়ার আগে সার দেবেন না। সার দিলে গাছের বৃদ্ধি বেড়ে যায়, তখন বেশি পানির দরকার পড়ে, যা অনুপস্থিতিতে দেয়া সম্ভব নয়।
৬. সরাসরি রোদ থেকে রক্ষা
গাছ যেন একটানা কড়া রোদে না থাকে- এটা খুব জরুরি। প্রয়োজন হলে রোদ কম লাগে এমন জায়গায় সরিয়ে রাখুন।
অতিরিক্ত কিছু কৌশল:
১. ড্রিপ বোতল: বোতলে ছোট ছিদ্র করে টবে উল্টো করে রাখুন। ধীরে ধীরে পানি পড়বে।
২. পানিভর্তি গামলায় রাখা: কিছু টব ১-২ ইঞ্চি পানিতে বসিয়ে রাখলে নিচ থেকে গাছ পানি শুষে নিতে পারবে।
৩. বন্ধুর সহায়তা নিন: আপনার কোনো গাছপাগল বন্ধুকে দায়িত্ব দিতে পারেন।
শেষ কথা- ভ্রমণের আগে সামান্য কৌশল আর প্রস্তুতি নিলে আপনার গাছগুলো থাকবে সুস্থ আর সবুজ। আর আপনি ফিরে পাবেন আগের মতোই সতেজ গাছগুলো- একটুও শুকাবে না।