শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনলাইনে ক্লাসের বদলে আগামী ১৯ জানুয়ারি বৃহস্পতিবার থেকে সশরীরে ক্লাস কার্যক্রম চালু হবে।
রোবাবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, সরকারের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনার আলোকে এ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন (বৃহস্পতিবার) অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সার্বিক বিষয় পর্যালোচনা করে আগামী ১৯ জানুয়ারি থেকে সপ্তাহের সব কার্যদিবসে যথারীতি সশরীরে ক্লাস ও অফিস খোলা থাকবে।
এতে আরো বলা হয়েছে, এ সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য দিনের ন্যায় পরিবহণ সুবিধা যথারীতি চালু থাকবে।
প্রসঙ্গত, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গত ১১ আগস্ট থেকে প্রতি বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।