সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে।
মঙ্গলবার দিনব্যাপী মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন, মঙ্গলবারদিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলো, জোবায়ের (২২), হাসান (১৯), রায়হান (২৭), ওয়াসিম (২৬), আনোয়ার (৩২), নুরুল আমিন (২৮), কামাল (২২), শাহিন (২৮), মেহেদী (২৫), ভান্ডারী ইমন (২২), রাজা বাদশা (৩১), শাকিব (২০), সুমন (২৬), ইব্রাহিম (২২), রনি (২০), ইসমাইল (২৫) ও সালাউদ্দিন (২৫)।
এদের মধ্যে দ্রুত বিচার আইনে ৯ জন, দস্যুতার মামলায় একজন, চুরির মামলায় চারজন, চাঁদাবাজি ও অন্যান্য মামলায় দুইজন এবং ডিএমপি মামলায় একজন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।