সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : টানটান উত্তেজনা আর রেকর্ডের বন্যায় শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসর দেখেছে অবিশ্বাস্য রান উৎসব, রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মাতোয়ারা দর্শক, আর উত্তেজনাপূর্ণ ফাইনাল। শিরোপা নিশ্চিত করেছে ফরচুন বরিশাল, কিন্তু বিতর্কও কম ছিল না! পারিশ্রমিক ইস্যুতে সমালোচনা হলেও দেশি-বিদেশি তারকাদের পারফরম্যান্স ছিল নজরকাড়া।
এই জমজমাট আসর শেষে ক্রিকইনফো প্রকাশ করেছে বিপিএলের সেরা একাদশ। আসুন, দেখে নেওয়া যাক কারা জায়গা পেয়েছেন এই দলে!
তামিম-নাইমের দুর্দান্ত ওপেনিং, জাকিরের বিস্ফোরক ব্যাটিং
এবারের বিপিএলে মোহাম্মদ নাইম ও জাকির হাসান ছিলেন বড় চমক! জাতীয় দল থেকে দূরে থাকলেও নাইম ৫১১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। আর জাকির প্রমাণ করেছেন, তিনি শুধু লাল বলের ক্রিকেটার নন, সাদা বলেও সমান কার্যকর। সেরা একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন অধিনায়ক তামিম ইকবাল ও নাইম শেখ। তামিমের ব্যাট থেকে এসেছে ৪১৩ রান। ওয়ানডাউনে আছেন জাকির, যার সংগ্রহ ৩৮৬ রান।
মিডল অর্ডারে বিধ্বংসী ক্লার্ক, অঙ্কন ও খুশদীল
গ্রাহাম ক্লার্ক বিপিএলের তৃতীয় সর্বোচ্চ ৪৩১ রান করেছেন, যা চিটাগাং কিংসের ফাইনালে ওঠার বড় কারণ। ফাইনালে ক্র্যাম্প নিয়েও তার ব্যাটিং ছিল অবিশ্বাস্য! ব্যাটিং লাইনআপের পরের নাম মাহিদুল ইসলাম অঙ্কন, যিনি খুলনার উইকেটরক্ষক ব্যাটার হিসেবে নজর কেড়েছেন বিধ্বংসী ইনিংস দিয়ে।
পাকিস্তানি অলরাউন্ডার খুশদীল শাহ এবার ২৯৮ রান করার পাশাপাশি ১৭ উইকেট শিকার করেছেন! তার অনুপস্থিতি রংপুরকে শেষভাগে বিপাকে ফেলে।
চিটাগাং নির্ভর বোলিং লাইনআপ, জায়গা পেলেন তাসকিনও!
বল হাতে ২০ উইকেট নিয়ে বরিশালের ফাহিম আশরাফ একাদশে জায়গা করে নিয়েছেন। তার পরেই আছেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম, যিনি ১৫ উইকেট নিয়েছেন।
চিটাগাং কিংসের খালেদ আহমেদও ২০ উইকেট নিয়ে জায়গা পেয়েছেন সেরা দলে। আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তাসকিন আহমেদ এবং রংপুরের বিদেশি তারকা আকিফ জাভেদও আছেন একাদশে।
ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, জাকির হাসান, গ্রাহাম ক্লার্ক, খুশদীল শাহ, মাহিদুল অঙ্কন (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, আলিস ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও আকিফ জাভেদ।