ফাইল ফটো
অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লিলি আক্তার ওই এলাকা এস এম আনিছুর রহমান উত্তমের স্ত্রী। ধারণা করা হচ্ছে বিএনপি নেতা উত্তমকে না পেয়ে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্র এবং বিএনপির নেতাকর্মীরা জানান, আনিছুর রহমান উত্তমের বাড়ির পাশেই নিজেদের বিস্কুটের ফ্যাক্টরি রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় নামাজ শেষ করে উত্তম ফ্যাক্টরিতে যেতেন। মঙ্গলবার রাতে উত্তম ফ্যাক্টরিতে যেতে দেরি হওয়ায় তার স্ত্রী লিলি আক্তার যান। এ সময় ওঁৎ পেতে থাকা মুখোশধারী দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে লিলিকে কোপাতে থাকে। পরে তার চিৎকারে স্থানীয় এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা বলেন, ফ্যাক্টরির বাইরে দুইজন দাঁড়িয়ে ছিল, আর ভিতরে একজন মুখ বাঁধা অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে অবস্থান করছিল। ধারণা করা হচ্ছে, উত্তমকে হত্যা করার উদ্দেশ্য তারা এসেছিল।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে জানা যায়নি। আমরা এ ঘটনায় শোকাহত।’
এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।’