বাস ও ট্রাকের সংঘর্ষে বাস চালকের মৃত্যু,আহত ১৫

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে বাস চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাসে থাকা ১৫ জন যাত্রী আহত হয়।

 

নিহত বাসচালক বেলায়েত হোসেন (৪৬) চাটখিল উপজেলার কালিকাপুর গ্রামের গোলাম ছারোয়ারের ছেলে এবং নোয়াখালী-ঢাকা রুটের একুশে পরিবহনের চালক হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় নোয়াখালী-ঢাকা সড়কের নাওতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নোয়াখালী সড়কের সোনাইমুড়ির নাওতলা এলাকায় সড়কের ওপর একটি বালুবাহী ট্রাক চাকা নষ্ট হওয়ায় সকাল থেকেই থেমে ছিল। দুপুর আনুমানিক দেড়টায় ঢাকা থেকে একুশে পরিবহনের একটি বাস অন্য একটি বাসের সাথে দ্রুত গতিতে ওভার টেকিং করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এসময় বাস চালকসহ গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সেখানে এসে তাদের উদ্ধার করে। এসময় সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের নেওয়া হলে বাসচালক বেলায়েতক কর্তব্যরত চিকিৎসক ক্তার মৃত ঘোষণা করেন।

 

আব্দুর রাজ্জাক নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল থেকেই রাস্তার ওপরে একটি ট্রাকের চাকা নষ্ট হয় সেটি দাঁড়িয়ে ছিল। জোহরের আজানের পর আমি রাস্তার একপাশে আমার গরুর জন্য ঘাস কাটছিলাম। এমন সময় ঢাকা থেকে আসা দুটি বাস দ্রুত গতিতে নিজেদের ওভারটেকিং করতে গিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে লাগিয়ে দেয়। এসময় বাসে থাকা অধিকাংশ যাত্রী আহত হন এবং বাস চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভুঁইয়া বাস চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসে থাকা অধিকাংশ যাত্রী আঘাত পেয়েছেন বলে আমরা শুনেছি।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাস ও ট্রাকের সংঘর্ষে বাস চালকের মৃত্যু,আহত ১৫

» সাহসী প্রশ্ন তুলুন, বিভ্রান্তি নয় সত্য সামনে আনুন: সাংবাদিকদের শফিকুল

» রিকশাচালক হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

» উন্নয়ন প্রকল্পে দুর্নীতি বন্ধ করায় এখন কেউ পিডি হতে চান না

» নেপাল পারলে কেন পারবে না বাংলাদেশ?

» কুয়েত চেম্বারে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের বিশেষ সভা

» শ্রীলঙ্কা জিতলে বাঁচবে স্বপ্ন, হারলে কঠিন সমীকরণ বাংলাদেশের

» সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

» ৬৮ কেজি গাঁজাসহ আটক ১

» গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাস ও ট্রাকের সংঘর্ষে বাস চালকের মৃত্যু,আহত ১৫

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে বাস চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাসে থাকা ১৫ জন যাত্রী আহত হয়।

 

নিহত বাসচালক বেলায়েত হোসেন (৪৬) চাটখিল উপজেলার কালিকাপুর গ্রামের গোলাম ছারোয়ারের ছেলে এবং নোয়াখালী-ঢাকা রুটের একুশে পরিবহনের চালক হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় নোয়াখালী-ঢাকা সড়কের নাওতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নোয়াখালী সড়কের সোনাইমুড়ির নাওতলা এলাকায় সড়কের ওপর একটি বালুবাহী ট্রাক চাকা নষ্ট হওয়ায় সকাল থেকেই থেমে ছিল। দুপুর আনুমানিক দেড়টায় ঢাকা থেকে একুশে পরিবহনের একটি বাস অন্য একটি বাসের সাথে দ্রুত গতিতে ওভার টেকিং করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এসময় বাস চালকসহ গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সেখানে এসে তাদের উদ্ধার করে। এসময় সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের নেওয়া হলে বাসচালক বেলায়েতক কর্তব্যরত চিকিৎসক ক্তার মৃত ঘোষণা করেন।

 

আব্দুর রাজ্জাক নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল থেকেই রাস্তার ওপরে একটি ট্রাকের চাকা নষ্ট হয় সেটি দাঁড়িয়ে ছিল। জোহরের আজানের পর আমি রাস্তার একপাশে আমার গরুর জন্য ঘাস কাটছিলাম। এমন সময় ঢাকা থেকে আসা দুটি বাস দ্রুত গতিতে নিজেদের ওভারটেকিং করতে গিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে লাগিয়ে দেয়। এসময় বাসে থাকা অধিকাংশ যাত্রী আহত হন এবং বাস চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভুঁইয়া বাস চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসে থাকা অধিকাংশ যাত্রী আঘাত পেয়েছেন বলে আমরা শুনেছি।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com