ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংগঠন বাংলাদেশ বার কাউন্সিলের বর্ধিত সভা চলছে। এতে অংশ নিয়েছেন দেশের সব আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থিত বার কাউন্সিল ভবনে এই অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই সংস্থাটির চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সভার উদ্বোধন করে প্রধান উপদেষ্টার একটি অনুষ্ঠানে চলে যান। পরে তিনি সারাদেশের আইনজীবীদের পেশাগত বিষয়ে গাউড লাইন দেবেন।
বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, ভাইস-চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ বার কাউন্সিলের সদস্যগণ, বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার, বাংলাদেশের সকল আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সূএ : ঢাকা মেইল ডটকম