আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা : ১৬ আসামির বিচার শুরুর নির্দেশ

ফাইল ফটো

 

অনলাইন ডেস্ক : জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এর আগে, গত ৭ আগস্ট প্রসিকিউশন তাদের অভিযোগ গঠন বিষয়ক শুনানি শেষ করে। প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম সেদিন ট্রাইব্যুনালে শুনানি করেন। এরপর গত ১৩ আগস্ট আসামিপক্ষের শুনানি শেষ হলে ট্রাইব্যুনাল আজকের দিনটি আদেশের জন্য নির্ধারণ করেন।

 

এই মামলায় মোট ১৬ জন অভিযুক্ত। তাদের মধ্যে আটজনকে পুলিশ গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করেছে। তবে পলাতক রয়েছেন সাবেক সাংসদ সাইফুল ইসলামসহ আরও আটজন। পলাতক আসামিদের পক্ষে সরকারি খরচে দুজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ১৬ জুলাই ট্রাইব্যুনাল পলাতক আসামিদের গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

 

গত ২ জুলাই প্রসিকিউশন এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রের সঙ্গে ৩১৩ পৃষ্ঠার তথ্যসূত্র, ৬২ জন সাক্ষী এবং ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণাদি যুক্ত করা হয়েছে। একই সঙ্গে দুটি পেনড্রাইভও জমা দেওয়া হয়। এরপর ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় এই ভয়াবহ ঘটনা ঘটে। পুলিশের গুলিতে ছয়জন তরুণ প্রাণ হারান। এরপর তাদের মৃতদেহ একটি পুলিশ ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আরও ভয়ঙ্কর বিষয় হলো, ওই সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও রেহাই দেওয়া হয়নি। পেট্রল ঢেলে জীবন্ত অবস্থায় তাকে পুড়িয়ে মারা হয়। এই পৈশাচিক ঘটনার জন্য ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আন্দোলন কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না : রিজভী

» হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

» দোহায় তৌহিদ হোসেন-ইসহাক দার বৈঠক

» বাণিজ্য সম্পর্ক আরও জোরদার, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত ঢাকা

» যমুনা অভিমুখে প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

» জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে: আসিফ মাহমুদ

» নবীর আদর্শ মনে প্রাণে ধারণ করে জীবন গঠন হবে ….. জেলা প্রশাসক নরসিংদী 

» ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ লার্নিং সেন্টার-এর নতুন শাখা চালু করল ব্রিটিশ কাউন্সিল

» ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অধীনে ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী আর্থিক সাক্ষরতা প্রোগ্রাম আয়োজন

» নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৩

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা : ১৬ আসামির বিচার শুরুর নির্দেশ

ফাইল ফটো

 

অনলাইন ডেস্ক : জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এর আগে, গত ৭ আগস্ট প্রসিকিউশন তাদের অভিযোগ গঠন বিষয়ক শুনানি শেষ করে। প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম সেদিন ট্রাইব্যুনালে শুনানি করেন। এরপর গত ১৩ আগস্ট আসামিপক্ষের শুনানি শেষ হলে ট্রাইব্যুনাল আজকের দিনটি আদেশের জন্য নির্ধারণ করেন।

 

এই মামলায় মোট ১৬ জন অভিযুক্ত। তাদের মধ্যে আটজনকে পুলিশ গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করেছে। তবে পলাতক রয়েছেন সাবেক সাংসদ সাইফুল ইসলামসহ আরও আটজন। পলাতক আসামিদের পক্ষে সরকারি খরচে দুজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ১৬ জুলাই ট্রাইব্যুনাল পলাতক আসামিদের গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

 

গত ২ জুলাই প্রসিকিউশন এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রের সঙ্গে ৩১৩ পৃষ্ঠার তথ্যসূত্র, ৬২ জন সাক্ষী এবং ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণাদি যুক্ত করা হয়েছে। একই সঙ্গে দুটি পেনড্রাইভও জমা দেওয়া হয়। এরপর ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় এই ভয়াবহ ঘটনা ঘটে। পুলিশের গুলিতে ছয়জন তরুণ প্রাণ হারান। এরপর তাদের মৃতদেহ একটি পুলিশ ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আরও ভয়ঙ্কর বিষয় হলো, ওই সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও রেহাই দেওয়া হয়নি। পেট্রল ঢেলে জীবন্ত অবস্থায় তাকে পুড়িয়ে মারা হয়। এই পৈশাচিক ঘটনার জন্য ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com