সংগৃহীত ছবি
স্পোর্টস ডেস্ক :পিএসজি থেকে আল হিলালে নাম লিখিয়ে ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়েছিলেন নেইমার জুনিয়র। তবে সৌদি আরবের ফুটবলে তার যাত্রাটা সুখের হয়নি। ব্রাজিলিয়ান এই তারকা প্রো লিগের দলটিতে নাম লিখিয়েই পড়েন চোটে, যে কারণে তাকে এক বছর থাকতে হয়েছে মাঠের বাইরে, এরপর সুস্থ হয়ে আবার চোটে পড়েন তিনি। এর পরিণতি হয়েছে, আল হিলাল ও নেইমার দুই পক্ষই পারস্পরিক সম্মতিতে চুক্তি বাতিল করেছে।
আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করার পর নেইমার যোগ দিয়েছেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে। ব্রাজিলের ফেরার অন্যতম কারণ হলো ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করা। চোট থেকে ফেরার পর নেইমার যে অবস্থা ছিলেন সে অবস্থায় উচ্চ পর্যায়ের ফুটবলে খেলা যাবে না বলেই জানা গিয়েছিল।
এদিকে ৩৩ বছর বয়সে এসে ব্রাজিলের জার্সিতে শেষ বিশ্বকাপ্টা খেলতে চান নেইমার। এ কারণে নিজেকে প্রস্তুত করতে এবং ছন্দ ফিরে পেতেই সান্তোসে নাম লিখিয়েছেন নেইমার যেন তিনি নিয়মিত ম্যাচ খেলতে পারেন। তবে সান্তোসে নেইমারের চুক্তিটা বেশি দিনের নয়। এ মৌসুমের শেষ পর্যন্তই তাঁর সঙ্গে চুক্তি হয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটির।
এদিকে এ মৌসুমের শেষে নেইমার কোথায় যাবেন তা নিয়ে খুব বেশি আলোচনা ছিল না। তবে আলোচনাটা শুরু হয়েছে গতকাল রাত থেকেই। আন্তর্জাতিক ফুটবলের দলবদলের বিষয়ে খ্যাত্নামা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নেইমারকে নিয়ে দুইটি পোস্ট দিয়েছেন। এরপরই শুরু হয়েছে আলোচনা।
পিএসজি ছাড়া পর ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নেইমারের অধ্যায়ের সমাপ্তি হয়েছে এমনোটাই ভেবেছিলেন সবাই। তবে মনে হচ্ছে, ইউরোপে আবারও ফিরতে পারেন তিনি। ফ্যাব্রিজিও রোমানো প্রথমে একটি ছবি পোস্ট করেন যেখানে লামিনে ইয়ামাল ও নেইমারকে দেখা যায়, ছবির ক্যাপশনে লেখা ছিল, নেইমারের শেষ অধ্যায় পবর্তী মৌসুমেঃ হ্যা অথবা না? এ ছবিতে দুজনের গায়েই ছিল বার্সার জার্সি।
এরপর নেইমারের আরও একটি ছবি পোস্ট করেন রোমানো। সেখানে বার্সার অনুশীলন জার্সি পরা নেইমারের ছবির ক্যাপশনে লেখা ছিল, নেইমার বার্সার জন্য অপেক্ষা করতেই পারেন, তার একমাত্র অগ্রাধিকার ফ্রি এজেন্ট হিসেবে ফেরা।
নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি বাতিল হওয়ার পর অল্প সময়ের জন্যই সান্তোসে গিয়েছেন নেইমার। এদিকে বার্সার অর্থনৈতিক অবস্থাও ভালো নয়। চড়া দলবদল ফি দিয়ে নেইমারকে দলে নেওয়ার অবস্থা নেই স্প্যানিশ ক্লাবটির। তবে ফ্রি এজেন্ট হিসেবে নেইমারকে দলে নিতে পারে বার্সা, সেই সঙ্গে ব্রাজিলিয়ান তারকা যদি বেতনটাও নাগালের মধ্যে রাখতে রাজি হন, তাহলে তো কথাই নেই। এদিকে বার্সার বর্তমান দুই তারকা ইয়ামাল ও রাফিনিয়াও নেইমারের জন্য সুপারিশ করতে পারেন। সেই সঙ্গে বার্সা সভাপতি লাপোর্তার সঙ্গেও নেইমারের সম্পর্ক ভালো বলেই জানা গিয়েছে। সব মিলিয়ে তাই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন নেইমার ভুক্তরা।