আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর পরেই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার।
রোববার সকালে পুনঃসংস্কার হওয়া আখাউড়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় আইনমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেলের মর্যাদার আসনে বসিয়েছেন। এ সময় মন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সহ-সভাপতি সেলিম ভূঁইয়া প্রমুখ। পরে মন্ত্রী সড়ক পথে কসবা উপজেলায় যান।