বলিউড অভিনেত্রী বিপাশা বসু। ২০১৬ সালের এপ্রিলে করণ সিং গ্রোভারকে বিয়ে করেন। এরপর থেকে প্রায়ই তার মা হতে যাওয়ার গুঞ্জন চাউর হয়েছে। যদিও প্রতিবারই বিষয়টি অস্বীকার করেছেন এ অভিনেত্রী। তবুও তাকে ঘিরে এ ধরনের গুঞ্জন থামছেই না।
সোশ্যাল মিডিয়ায় ফের একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর এ ভিডিওকে কেন্দ্র করে আবার বিপাশার মা হতে যাওয়ার গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নামছেন বিপাশা বসু। তার পরনে নীল রঙের ঢিলেঢালা পোশাক। গাড়ি থেকে নামার সময়ে মনে হয়, তার বেবি বাম্প দৃশ্যমান। যদিও নামার পর তেমনটা মনে হয় না।
বিপাশার ভিডিওটি দেখতে ক্লিক করুন
কিন্তু নেটিজেনদের একটি অংশ জোর দিয়ে বলছে, বিপাশা বসু অন্তঃসত্ত্বা। একজন লিখেছেন, ‘অবশ্যই বিপাশা গর্ভবতী। হবু মা এমন ঢিলেঢালা পোশাক পরেন।’ নিকিতা নামে একজন লিখেছেন, ‘বিপাশা অন্তঃসত্ত্বা।’ আরেকজন লিখেছেন, ‘আমার মনে হচ্ছে, বিপাশা মা হতে যাচ্ছেন।’ এমন অনেক মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স। যদিও এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি বিপাশা কিংবা করণ।
তবে বিপাশার ঘনিষ্ঠ একজন বলিউড লাইফকে বলেন—‘বিপাশা গর্ভবতী নন। যখন তিনি মা হতে যাবেন, তখন বিষয়টি সবাইকে জানাবেন।’