সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক :চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে ২১৫ বোতল ফেন্সিডিলসহ নাজমুল হোসেন ওরফে নাজিম (২৩) নামে এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবি’র সদস্যরা। আটককৃত নাজিম হচ্ছে জেলার ভোলাহাট উপজেলার ফুটানিবাজার আলালপুর গ্রামের হবিবুর রহমানের ছেলে।
আজ সকালে তাকে ফেন্সিডিলসহ ভোলাহাট উপজেলার হাউসনগর এলাকা থেকে আটক করা হয়। এসময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ফেন্সিডিরসহ আটককৃত নাজিমকে ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।