ফাইল ছবি
অনলাইন ডেস্ক: রাজধানীতে ১১টি মামলার আসামী ও মাদক ব্যবসায়ী সাইদুলকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। সাইদুল একজন পেশাদার ছিনতাইকারীও বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে তেজগাঁওয়ের ফুটওভারব্রীজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
তেজগাঁও থানা সূত্রে জানায়, গ্রেফতারকৃত ইসলাম সাইদুল কারওয়ান বাজারসহ আশপাশের এলাকায় ছিনতাই করে ও বিভিন্ন অবৈধ মাদক বিক্রি করে থাকেন। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে তেজগাঁও থানার একটি টিম।